• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে ‘কলা’র দাম কোটি টাকা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৬:৩৩ পিএম
যে ‘কলা’র দাম কোটি টাকা!
ছবি: সংগৃহীত

কলা খেতে ছোট বড় সবাই পছন্দ করেন। কলার অনেক গুণাগুণ রয়েছে। গুণাগুণ বেশি হলেও এর দাম কিন্তু নাগালের মধ্যেই থাকে। মানে ১০ টাকা দরে একটি কলা কিনতে পাওয়া যায়। হালি কিংবা ডজন হিসেবে কিনে বাড়ি নিয়ে যান অনেকে। কারণ সকাল কিংবা বিকেলের নাস্তায় কলা জুড়ি নেই। ভরপেট নাস্তা হয়ে যাবে কলা দিয়ে।

নাগালের মধ্যেই পাওয়া এই কলার দাম যদি কোটি টাকা হয়, তবে তা অবাক তো করবেই। হ্যা, কলার দামই কোটি টাকা। তবে এটি খাওয়ার কলা হয়। বরং ২০১৯ সালে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া একটি ‘কলা’। যা টেপ দিয়ে দেয়ালে লাগানো ছিল। সেই কলাকে শিল্পকর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর  এর নামকরণ করা হয় ‘কমেডিয়ান’।

সম্প্রতি শিল্পকর্ম নিলামের জন্য সুপরিচিত ব্রিটিশ অকশন হাউস সোথেবি ‘কমেডিয়ান’ নামের ওই শিল্পকর্মের নিলামের ঘোষণা দিয়েছে। জানা যায়, কমেডিয়ান’ এর তিনটি ‘সংস্করণ’রয়েছে। যার মধ্যে একটি নিলামে বিক্রি হতে যাচ্ছে। আর বিক্রি হওয়া শিল্পকর্মটির দাম ধরা হয়েছে প্রায় দেড় মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা।

টেপ লাগানো কলার এই শিল্পকর্মটি ২০১৯ সালে ইতালিয়ান শিল্পী মাউরিজিও কাতেলানের তৈরি। যা ওই সময় তুমুল আলোচনা-সমালোচনার ঝড় তোলে। সে শিল্পকর্মটি তখন এক লাখ ২০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়।

অনেকেই ওই শিল্পকর্ম নিয়ে সমালোচনা করেছেন। তাদের মতে, এটি শিল্পকর্মের দুর্দিন হিসেবে ব্যাখ্যা করেন। অনেকেই নেতিবাচক মন্তব্যে বলেন, ‘কতই-না চিন্তা ভাবনা করতে হয়েছে, এই শিল্পকর্মটি বানাতে গিয়ে!’ তবে সব সমালোচনাকে ছাপিয়ে এবারও এটি বিক্রির জন্য প্রস্তুত। এখন দেখার বিষয়, কোটি টাকা দিয়ে কে বা কারা কিনবেন ‘কলা’র এই শিল্পকর্মটি।

 

সূত্র: সিএনএন

Link copied!