বই পড়তে অনেকেই ভালোবাসেন। আবার প্রিয় বই গুলো নিজের সংগ্রহে রাখে এই মানুষগুলো। কিন্তু অনেক গুলো বই একসঙ্গে রাখার কারণে ঠিকমত যত্ন নিতে না পারলে বইয়ের পাতা নষ্ট হয়ে যায় আবার পোকা ধরে বই নষ্ট হয়ে যায়। কীভাবে বই রাখলে তা নষ্ট হবে না জেনে নেন-
- নোংরা হতে বইয়ে হাত দিলে হাতে লেগে থাকা তেল, ময়লা বইয়ের মলাট ও ভেতরের পৃষ্ঠার ক্ষতি করতে পারে। এ থেকে সৃষ্টি হয় দাগ, যা কখনোই দূর করা যায় না।
- বইগুলো মাঝেমধ্যেই রোদে দেওয়া জরুরি। রোদে দিলে বইয়ে ঘুণ ধরার আশঙ্কাও কমে। তবে বই সরাসরি রোদ থেকে বই দূরে রাখুন।
- বইয়ের সামনে বসে খাবার খেলে খাবারের অংশবিশেষ ছিটকে পড়তেই পারে। বইয়ে কোনোরকম দাগ পড়তে দিতে না চাইলে খাবার কিংবা পানীয় থেকে বই দূরে রাখুন।
- বইয়ের কোন পৃষ্ঠা পড়ছেন, তার নিশানা রাখতে কখনোই পৃষ্ঠা ভাঁজ করে রাখবেন না। পৃষ্ঠা ভাঁজ রাখার পরিবর্তে বুকমার্ক ব্যবহার করুন।
- বইগুলিকে পোকামাকড় থেকে বাঁচাতে বইয়ের পাতার ভাঁজে ভাঁজে নিমপাতা কিংবা শুকনো মরিচ রাখতে পারেন। তাতে বইয়ে পোকা ধরার ঝুঁকি অনেকটাই কমে। এ ছাড়া বইয়ের আলমারিতে একটি কাগজে মুড়ে এক টুকরো কর্পূর আর কয়েকটা গোটা গোলমরিচ রাখতে পারেন।
- বইয়ের আলমারিতে মনে করে ন্যাপথলিন রাখুন। ন্যাপথলিনের তীব্র গন্ধে পোকামাকড় দূরে পালাবে। বইয়ের আলমারিতে অনেক সময় স্যাঁতসেঁতে গন্ধ হয়, ন্যাপথলিন রাখলে গন্ধ কেটে যাবে।
- আকৃতি নষ্ট না করতে চাইলে বই সোজা করে দাঁড় করিয়ে তাকে রাখুন। বইটি খুব বেশি বড় হওয়ার ফলে যদি তাকে সোজা করে দাঁড় করিয়ে রাখতে না পারেন, তাহলে শুইয়ে রাখুন। তবে এ ক্ষেত্রে বইটির ওপর দুটির বেশি বই রাখবেন না। সরাসরি দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখবেন না বইগুলি।
- বইয়ে মলাট দিয়ে রাখতে পারেন, এতে বই দীর্ঘ দিন ভাল থাকে।
- পরিষ্কার কাপড়, পালকযুক্ত ডাস্টার অথবা নরম ব্রাশ দিয়ে বইয়ে জমে থাকা ধুলা-ময়লা ঝেড়ে পরিচ্ছন্ন রাখুন।