• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১২ রমজান ১৪৪৬

টবে ফলবে মিষ্টি কুমড়ো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:৪৫ পিএম
টবে ফলবে মিষ্টি কুমড়ো
সূত্র: সংগৃহীত

বারান্দা বা ছাদে অনেকেই এখন সবজির চাষ করেন। টবের মাটিতে ফলন হয় নানা সবজির। এবার সেই টবে মিষ্টি কুমড়োও ফলানো যাবে। নিজের গাছের মিষ্টি কুমড়ো খাওয়ার মজাই আলাদা। আবার টাটকা সবজির স্বাদও পাওয়া যায়।

বাড়িতে মিষ্টি কুমড়োর চাষ করতে উপযুক্ত চারা ও টব নির্বাচন করতে হবে। সাধারণত টবে কম জায়গা থাকে। তাই ছোট সাইজের কুমড়োর ফলন হবে এমন চারা কিনুন। সেই অনুপাতে টবও নির্বাচন করুন। তবে বড় আকারের টব কেনাই ভালো হবে। টবের পরিবর্তে বড় মাপের কন্টেনার কিনেও কুমড়ো ফলানো যাবে।

টবের মধ্যে মাটি ভরে গাছের চারা রোপন করতে হবে। এমন মাটি দিতে হবে যেখানে পানি জমে থাকবে না। মাটির সঙ্গে গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে দিন। এতে ফলন ভালো হবে।

মাটিতে কুমড়ো গাছের চারা রোপন করে নিয়মিত পানি দিতে হবে। খেয়াল রাখবেন, গাছের গোড়ায় কোনোভাবেই পানি জমে থাকা যাবে না।

কুমড়ো গাছ এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো ও বাতাস থাকে। কারণ টবে প্রতিদিন পর্যাপ্ত রোদ পেলে মিষ্টি কুমড়োর ফলন ভালো হবে।

টবে মিষ্টি কুমড়োর ফলন ভালো করতে প্রতি ২০ দিন পর পর ইউরিয়া সার ও পটাশ সার মিশিয়ে দিন। সেই সঙ্গে গাছের পাতায় পোকা ধরছে কি না খেয়াল রাখুন। পাতা হলুদ হলে কীটনাশক দিন। শুকনো পাতা ছুরি বা ব্লেড দিয়ে কেটে নিন। গাছের পাতায় পোকার ডিম, শুককীট ও মথ ধরেছে কিনা খেয়াল রাখুন। পোকার আক্রমণ হলে প্রতি লিটার পানিতে ৩ মিলি নিম তেল মিশিয়ে গাছে ছড়িয়ে দিন। এতে গাছ পোকামুক্ত হবে এবং মিষ্টি কুমড়োর ভালো ফলন পাওয়া যাবে।

Link copied!