• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ঘরকে বড় দেখাতে যে পাথর ব্যবহার করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৮:৪৬ পিএম
ঘরকে বড় দেখাতে যে পাথর ব্যবহার করবেন
সূত্র: সংগৃহীত

বর্তমান সময়ে অধিকাংশ ঘরই ছোট হয়। জনসংখ্যা বাড়ছে, তো থাকার জায়গা ছোট হচ্ছে। ছোট ঘরেই পরিবারকে নিয়ে থাকার ব্যবস্থা করতে হয়। তাই ছোট ঘরকে বড় দেখানোর কৌশল খুঁজতে থাকেন অনেকে। ঘরে ব্যবহৃত উপাদান, ডেকোরেশনের মাধ্যমে বড় দেখানো সম্ভব। যেমন ঘরের মেঝেতে কী পাথর ব্যবহার করছেন, ঘরের রং কেমন হচ্ছে, ঘরের আসবাবপত্রগুলো কেমন-এমন অনেককিছুর উপরই নির্ভর করে ঘর বড় দেখাবে কিনা। তাই ঘর তৈরির আগে কিছু কৌশল সম্পর্কে ধারণা রাখুন।

মধ্যবিত্তরা বাজেটের মধ্যে ঘর সাজাতে চান। ইন্টেরিয়র দিয়ে ঘর সাজানোর ক্ষমতা অনেকের থাকে না। তাই নিজেরাই ঘর তৈরি করেন নিজের অভিজ্ঞতা দিয়ে। ঘরকে সুন্দর করতে কেনা চান। আপনিও যদি নিজের ঘরকে সুন্দর ও বড় দেখাতে চান, তবে শ্বেত পাথর দিয়ে সাজিয়ে নিন। এতে ঘরের আয়তন বড় দেখাবে।

দিনে সূর্যের আলোতে কিংবা রাতে বিদ্যুতের আলো যখন মার্বেলের উপর পড়ে, তখন এর ঝলক ঘরের আভিজাত্য বাড়িয়ে দেয়। মার্বেল পাথর দীর্ঘস্থায়ী হয়। মেঝেতে বসালে সারাজীবন টেকসই হবে।

ছোটো ঘরে যত জিনিস কম থাকে ততই ভালো। এতে ঘর বড় দেখায়। ঘরে জিনিসপত্র রাখতেই হলে মেঝেতে অবশ্যই মার্বেল ব্যবহার করুন। এতে ঘরটি প্রশস্ত দেখাবে। তাছাড়া মার্বেল পাথরের মেঝে থাকলে ছোটো-বড় যেকোনো আসবাবই মানিয়ে যাবে। স্পেস সেভিং আসবাব ব্যবহার করতে পারেন। এতে ঘর আরও আকর্ষণীয় হবে।

ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। কারণ মার্বেলের মেঝের উপর আলোর প্রতিফলন ঘটলে আরও বড় দেখাবে। তবে খেয়াল রাখতে হবে যেন মেঝেতে মার্বেল বসানোর সময় ভালো করে পালিশ করা হয়। এতে ঝলঝমে ভাব বেশি হবে।

মার্বেলের মেঝেতেই নয়, মার্বেলের আসবাবপত্র ব্যবহার করতে পারেন। রান্নাঘরের ক্যাবিনেট কিংবা স্মার্ট কিচেনে বেশ মার্বেলের ব্যবহার আরও আকর্ষণীয় করে তুলবে।

Link copied!