• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

নতুন সংসার শুরু করছেন, জেনে রাখুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১২:১৭ পিএম
নতুন সংসার শুরু করছেন, জেনে রাখুন
ছবি: সংগৃহীত

বিয়ের পর নতুন সংসার সাজানো নিয়ে প্রত্যেক দম্পতির স্বপ্ন থাকে।  জীবনের এটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল একটি বাড়ি সাজানোর ব্যাপার নয়, বরং ভালোবাসা, সমঝোতা এবং স্থায়িত্বের একটি মেলবন্ধন তৈরি করার প্রক্রিয়া। সঠিক পরিকল্পনা, চিন্তা এবং প্রয়োজনীয় দিকগুলো মাথায় রেখে নতুন সংসার সাজালে সেটি সুখী এবং মজবুত হয়। সংসার সাজানোর আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, জেনে নিন।

বাজেট পরিকল্পনা
নতুন সংসার সাজাতে প্রথমেই একটি বাজেট নির্ধারণ করা জরুরি। সংসারের সাজসজ্জা, আসবাবপত্র কেনা, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদির জন্য কত টাকা ব্যয় করবেন, তা আগে থেকে নির্ধারণ করুন। অযথা খরচের ঝুঁকি এড়াতে একটি তালিকা তৈরি করুন এবং তা অনুসারে খরচ করুন।

প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা
প্রথমেই সংসারের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের একটি তালিকা তৈরি করুন। রান্নাঘরের জন্য চুলা, বাসন, ফ্রিজ, মাইক্রোওভেন।
শোবার ঘরের জন্য বিছানা, আলমারি, পর্দা।
বাথরুমের জন্য গিজার, আয়না, হ্যাঙ্গার কিনুন। অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন।

ঘরের সঠিক বিন্যাস ঠিক করুন
নতুন সংসার সাজাতে ঘরের প্রতিটি স্থান সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ড্রয়িং রুম  এমনভাবে সাজান যাতে অতিথিরা স্বাচ্ছন্দ্যবোধ করেন। একটি সোফা সেট, ছোট টেবিল এবং কিছু শিল্পকর্ম যোগ করতে পারেন। শোবার ঘরে আরামদায়ক বিছানা ও হালকা রঙের পর্দা ব্যবহার করুন। রান্নাঘরে জিনিসপত্র এমনভাবে সাজান যাতে রান্নার সময় সহজে পাওয়া যায়।

আলো এবং বায়ু চলাচলের দিকে মনোযোগ দিন
নতুন সংসারের জন্য প্রাকৃতিক আলো এবং বায়ু চলাচল নিশ্চিত করা জরুরি। বাড়ির জানালা, বারান্দা এবং ভেন্টিলেশন ব্যবস্থা ভালো হলে ঘর স্বাস্থ্যকর থাকে। এছাড়া কৃত্রিম আলোতে হালকা এবং সাদামাটা লাইট বেছে নিন।

রঙ এবং থিম নির্ধারণ করুন
ঘরের দেয়ালের রঙ, আসবাবপত্র এবং পর্দার সঙ্গে মিল রেখে একটি থিম ঠিক করুন। হালকা রঙ যেমন সাদা, ধূসর বা নীল ঘরে প্রশান্তি আনে। থিমযুক্ত সাজসজ্জা পরিপাটি পরিবেশ তৈরি করে।

গাছপালা যোগ করুন
নতুন সংসারে সতেজতা এবং প্রাকৃতিক সৌন্দর্য আনতে ইনডোর প্ল্যান্ট ব্যবহার করুন। এটি শুধু ঘরের সৌন্দর্যই বাড়াবে না, বরং বায়ু শুদ্ধ করতে সাহায্য করবে।

মজবুত আসবাবপত্র কিনুন
সংসারের আসবাবপত্র কেনার ক্ষেত্রে স্থায়িত্ব এবং কার্যকারিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো মানের কাঠ বা লোহার তৈরি আসবাবপত্র কিনুন যা দীর্ঘদিন ব্যবহার করা যায়।

প্রযুক্তির সঠিক ব্যবহার করুন

বর্তমান যুগে সংসার পরিচালনায় প্রযুক্তি বড় ভূমিকা পালন করে। ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, স্মার্ট টিভি ইত্যাদি প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনুন। তবে অপ্রয়োজনীয় গ্যাজেট কেনা থেকে বিরত থাকুন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
সংসারের সৌন্দর্য বজায় রাখতে ঘর পরিষ্কার রাখা অপরিহার্য। একটি নির্দিষ্ট সময় পর ঘরের জিনিসপত্র ধুয়ে-মুছে পরিষ্কার করুন।

পরিবারের সদস্যদের প্রয়োজন বুঝুন
নতুন সংসার সাজানোর সময় পরিবারের প্রত্যেক সদস্যের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিন। শিশুদের ঘর সাজানোর সময় তাদের পছন্দমতো রঙ এবং আসবাব যোগ করুন। একইভাবে বয়স্কদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করুন।

খরচের ক্ষেত্রে ব্যালান্স রাখুন
নতুন সংসারে শুরুতেই বেশি খরচ করা থেকে বিরত থাকুন। প্রয়োজনীয় কেনাকাটার পর বাজেট অনুযায়ী ধীরে ধীরে অন্যান্য জিনিসপত্র কিনুন।

নিজস্বতার ছাপ রাখুন
নতুন সংসারে নিজের ব্যক্তিত্ব এবং পছন্দের প্রতিফলন ঘটান। ছবি, শিল্পকর্ম, বা ব্যক্তিগত জিনিস দিয়ে ঘর সাজান যা আপনাকে এবং পরিবারকে সুখানুভূতি দেয়।

পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করুন
নতুন সংসারে প্লাস্টিক বা অপ্রয়োজনীয় উপকরণ ব্যবহারের পরিবর্তে পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যবহার করুন। এটি শুধু পরিবেশ সুরক্ষা নয়, আপনার ঘরের পরিবেশকেও সুন্দর রাখবে।

পারস্পরিক সমঝোতার গুরুত্ব দিন
সংসার শুধুমাত্র সাজসজ্জার ওপর নির্ভরশীল নয়। এটি পারস্পরিক বোঝাপড়ার ওপরও নির্ভরশীল। তাই সংসার সাজানোর প্রতিটি সিদ্ধান্ত পারস্পরিক আলোচনা ও সম্মতির মাধ্যমে নিন।

Link copied!