• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রজাপতি-কীটপতঙ্গ সুরক্ষায় দৃষ্টান্ত দেখাল শ্রীলংকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৫:৩৪ পিএম
প্রজাপতি-কীটপতঙ্গ সুরক্ষায় দৃষ্টান্ত দেখাল শ্রীলংকা
ছবি: সংগৃহীত

চলতি বছর সেপ্টেম্বরের শুরুতে শ্রীলঙ্কায় ইতালীয় দুই নাগরিক লুইগি ফেরারি (৬৮) এবং তার ২৮ বছর বয়সী ছেলে মাতিয়াকে ২ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়। এক্ষেত্রে ২৪ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের দুই বছরের জেল হতে পারে।  

জরিমানার কারণ
সম্প্রতি শ্রীলংকার ইয়ালা ন্যাশনাল পার্কে ইতালির এই দুই নাগরিককে অবৈধ ভাবে শিকার করতে দেখা যায়। তারা পোকামাকড় ধরার জাল নিয়ে জঙ্গলে প্রবেশ করেছিল। ৯২ প্রজাতির প্রজাপতিসহ শত শত স্থানীয় পোকামাকড় মেডিসিন ব্যবহার করে শিকার করেছিল এবং তাদের রাসায়নিকভাবে সংরক্ষণের পরিকল্পনা করেছিল।

এসময় নিরাপত্তারক্ষীরা তাদের আটক করে। প্রথমে অভিযুক্ত দুইজনকে ৮১০টি চার্জে অভিযুক্ত করা হয়। কিন্তু পরবর্তীতে সেটি কমিয়ে ৩০৪টিতে আনা হয়। এই অপরাধে তাদের অর্থ জরিমানা করা হয়।

ইয়ালা ন্যাশনাল পার্ক শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্বে অবস্থিত বন্যপ্রাণীতে ঘেরা অন্যতম জনপ্রিয় পার্ক। এটি বন, তৃণভূমি, জলাভূমি এবং বালুকাময় সৈকত সম্বলিত একটি পার্ক। পার্কটি পাঁচটি ব্লকে বিভক্ত। এই পার্ক দেখার জন্য ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে পর্যটকরা ভীর করে। কারণ এসময় সাইবেরিয়া থেকে হাজার হাজার মাইল উড়ে অতিথী পাখিরা এখানে আসে। এখানে উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে চিতাবাঘ, হাতি ও মহিষ অন্যতম। 

Link copied!