• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

স্পেশাল চিকেন মটকা বিরিয়ানি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৬:১৪ পিএম
স্পেশাল চিকেন মটকা বিরিয়ানি!

বিরিয়ানি খেতে কে না পছন্দ করে। বাঙালিরা তো বটে, ভিনদেশীরা এসেও বিরিয়ানি খেয়ে আঙুল চেটেছেন। বাঙালি ভোজনরসিকদেরকে বিরিয়ানির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। বিয়ে, জন্মদিন, পিকনিক যেকোনও পার্টিতেই বিরিয়ানির আয়োজন মানেই সেরা খাবার। বিরিয়ানি তো অনেক রকম হয়। চিকেন, মাটন, গরুর বিরিয়ানি রান্না হয়। এর সঙ্গে আবার বিশেষ পদ মিলে হয়েছে স্পেশাল রান্না। বাঙালির কাছে এমনই স্পেশাল হচ্ছে চিকেন মটকা বিরিয়ানি। এই বিরিয়ানী খেতে রেস্টুরেন্টে ছুটছেন অনেকে। কিন্তু ঘরেই যে সেরা স্বাদের চিকেন মটকা বিরিয়ানি বানিয়ে নিতে পারেন, তা জানেন কি। সব উপকরণ বাড়িতেই কিনে আনুন। আর চুলায় মটকা চড়িয়ে বসিয়ে দিন মজাদার এই বিরিয়ানি।

চিকেন মটকা বিরিয়ানি রান্নায় যা যা লাগবে

  • বাসমতি চাল- ৫০০ গ্রাম
  • চিকেন- ৫০০ গ্রাম
  • আলু- ৪ পিস
  • পেঁয়াজ- ৩টি
  • রসুন বাটা- ২ টেবিল চামচ
  • আদা বাটা- ২ টেবিল চামচ
  • লেবুর রস-অর্ধেক লেবুর
  • দই- আধ কাপ
  • কাশ্মীরি মরিচ গুঁড়ো- আধা টেবিল চামচ
  • বিরিয়ানি মশলা- ২ টেবল চামচ
  • গোলাপ জল - দুই ফোঁটা
  • ক্যাওড়া জল- 1 টেবল চামচ
  • জাফরান- ১ চিমটি
  • দুধ- ২ টেবল চামচ
  • তেজপাতা- ২টি 
  • দারুচিনি- ৩ ইঞ্চি
  • লবঙ্গ- ৫টা
  • এলাচ - ৫টা
  • হলুদ গুঁড়া- ১ টেবইল চামচ
  • সিদ্ধ ডিম
  • জিরে- ১ টেবিল চামচ
  • গোলমরিচ- ১ টেবল চামচ
  • জয়ত্রী- ২টি
  • দারুচিনি- ২টি
  • জায়ফল
  • কাবাব চিনি- ১ টেবিল চামচ
  • ঘি- ৫ টেবইল চামচ
  • তেল-1/2 কাপ
  • লবণ- স্বাদমতো 

চিকেন মটকা বিরিয়ানি যেভাবে বানাবেন

চিকেনের টুকরোগুলো দই, লাল মরিচের গুঁড়ো, হলুদ ও লবণ দিয়ে ১ ঘণ্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখুন।
বড় এলাচ ও তেজপাতা দিয়ে চাল সিদ্ধ করুন। পানি ঝরিয়ে আলাদা করে রেখে দিন। এবার গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ এবং দারুচিনি শুকনো খোলায় ভালো করে ভেজে নিন। এটিে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে  গুঁড়ো করে নিন। একটি পাত্রে ঘি দিয়ে দিন। কেটে রাখা পেঁয়াজের টুকরো দিন। বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে তাতে আদা-রসুন-মরিচ দিন। লাল লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিন। এর পর মেরিনেট করা চিকেন দিয়ে দিন। ঢেকে রান্না করুন ১৫ মিনিট। সামান্য পানি যোগ করুন।

আলুগুলোকে চার টুকরো করে কেটে নিন। সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ভাজুন। 
একটি পাত্রে গরম দুধ নিন। এক চিমটি কেশর বা জাফরান যোগ করুন। কেওড়া জল এবং গোলাপ জল  মিশিয়ে দিন। 

এবার নন-স্টিক পাত্রে ঘি মাখিয়ে নিন। চিকেন আর ভাত লেয়ার তৈরি করুন। সব শেষে বাকি ঘি গরম করে উপরের লেয়ারে দিন। ওই দুধের মিশ্রণটিও দিয়ে দিন। 

এর পর আটার ডো তৈরি করে মাটির মটকার মুখ বন্ধ করুন। ১৫ মিনিটের জন্য কম আঁচে রাখুন। এরপরই তৈরি হয়ে যাবে চিকেন মটকা বিরিয়ানী। গরম গরম পরিবেশন করুন।

Link copied!