• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মশার উৎপাত কমাতে চমৎকার কিছু টোটকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৪:৫১ পিএম
মশার উৎপাত কমাতে চমৎকার কিছু টোটকা

মশা তাড়ানোর কতরকম উপায় আমরা দেখেছি। ধূপ, ওষুধ, কয়েল, স্প্রে নানা রকম উপায়ে মশা তাড়ানোর চেষ্ঠা করি। কিন্তু অনেক সময় কোনো  লাভ হয় না এগুলোতে। জেনে অন্যরকম কিছু ঘরোয়া উপায়-

  • ঘরের কোণে একটি পাত্রে কর্পূর রেখে দিন। কিছুটা কাজ দেবে।
  • মশা তাড়ানোর জন্য ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান। তবে এই এসেনশিয়াল অয়েল আপনি গায়েও মাখতে পারেন মশার কামড় থেকে বাঁচতে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সরাসরি পিপারমেন্ট অয়েল গায়ে লাগালে র‌্যাশ বেরোতে পারে। তাই নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান।
  • মশা তাড়াতে স্প্রে’র মূল উপাদান লেমন ইউক্যালিপটাস তেল। আমেরিকার সিডিসি এটিকে মশার তাড়ানোর উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই এসেনশিয়ালন অয়েল লাগালে অনেক ক্ষণ মশা দূরে থাকবে।
  • ঠান্ডা কম থাকলে ফ্যান চালিয়ে রাখুন। জোর হাওয়ায় মশা খুব একটা উড়তে পারে না।
  • যারা বিড়াল পুষে থাকেন তারা ক্যাটনিপ তেলের কথা শুনে থাকবেন। বিড়ালদের ভাল রাখতে অনেকেই এই তেল ব্যবহার করেন। তবে তাদের জানা নেই, এই তেল মশা তাড়াতেও সাহায্য করে। যাদের ক্যাটনিপ গাছে অ্যালার্জি রয়েছে, তারাও এই তেল নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।
Link copied!