প্রায়ই দেখা যায় সাবানের প্যাকেট খোলার পর ব্যবহারের কিছু সময় পরেই তা গলে যেতে শুরু করে। প্রায় অর্ধেকটা সাবান পানিতে গলেই নষ্ট হয়। বিশেষ করে বাথরুম কিংবা বেসিনের পাশে রাখা সাবানের ক্ষেত্রে এটা বেশি হয়। সাবান গলে যাওয়া বা ক্ষয় থেকে মুক্তির সহজ উপায় রয়েছে। যাতে সাবান গলবেও না, আবার চলবেও অনেক দিন।
সাধারণত সাবান পানির সংস্পর্শে এলেই বেশি গলে যাবে। তাই পানি থেকে সাবানকে দূরে রাখা জরুরি। শাওয়ারের কাছে বা পানির কলের কাছে সাবান রাখা যাবে না।
সাবান মেখে নিলেই তা ভিজে যায়। এক্ষেত্রে সাবান শুকিয়ে রাখা প্রয়োজন। সাবান ব্যবহারের পর হাওয়া-বাতাস থাকে এমন জায়গায় রাখতে হবে। এতে সাবান দ্রুত শুকিয়ে যাবে। আর গলেও যাবে না।
সাবান ব্যবহারের পর যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। সাবানের কেসে বা নির্দিষ্ট স্থানে রাখতে হবে। প্লাস্টিক বা স্টিলের সাবানের কেস ব্যবহার করুন। কেসের নিচ দিয়ে পানি বের হওয়ার জায়গা রাখুন।
সাবান পাতলা হলে দ্রুত গলে যায়। এরপর ভেঙে যায়। সেই টুকরোগুলো তুলতে অসুবিধা হয়। বাজারে সোপ সেভিং পাউচ পাওয়া যায়। যা জাল দিয়ে তৈরি থাকে। ওই পাউচের মধ্যেই সাবান জমা করুন। অনেকগুলো জমে গেলে তা গায়ে ঘষে নেওয়ার উপযোগী হবে। তা দিয়েই গোসল সেরে নেওয়া যাবে।
সাবান সরাসরি পানিতে না ভিজিয়ে লুফায় ঘষে নিতে পারেন। এরপর সেই লুফা দিয়ে গা ঘষে নিতে পারেন। এতে সাবানের ক্ষয় কমবে। গলেও যাবে না।
গরম পানি দিয়ে গোসলের সময় সাবান ব্যবহার করবেন না। এক্ষেত্রে সাবান ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিন। গরম পানির সংস্পর্শে সাবান দ্রুত গলে যাবে।
সাবান কেনার আগেও খেয়াল রাখুন। লিকুইড অয়েল দিয়ে তৈরি সাবান দ্রুত গলে যাবে। এক্ষেত্রে হার্ডার ফ্যাট এবং অয়েল দিয়ে তৈরি সাবান কিনুন। যা দীর্ঘদিন ব্যবহার করা যাবে। সাবান কেনার পর তা ব্যবহারের আগে দুই টুকরো করে নিতে পারে। একটি ব্যবহার শেষ হলে অন্য টুকরোটি ব্যবহার করবেন।