• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুধু কাজল থাকলেই হবে স্মোকি আই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৪:৪৯ পিএম
শুধু কাজল থাকলেই হবে স্মোকি আই
সূত্র: সংগৃহীত

মেকআপে বহুদিন থেকেই ট্রেন্ড হয়ে আছে স্মোকি আই। জমকালো কোনো অনুষ্ঠানে উপস্থিত হতেই স্মোকি আই লুক তো লাগবেই। চোখে স্মোকি আই আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক বোল্ড লুক দেয়। অনেকেরই স্মোকি আই লুক খুব পছন্দ। তবে পারদর্শী না হওয়ায়, স্মোকি আই লুক নিতে পার্লারে ছুটটে হয়। অথচ স্মোকি আই লুকের সাজ কিন্তু খুব একটা কঠিন নয়। শুধুমাত্র কাজল থাকলেই সহজেই স্মোকি আই করে নেওয়া যাবে।

যেকোনো চোখকে আবেদনময়ী করে তুলতে পারে কাজল, আইশ্যাডো, মাসকারার সঠিক ব্যবহার প্রয়োজন। আইশ্যোডো আর কাজলের সঠিক মিশ্রণে স্মোকি আইয়ের পারফেক্ট লুক পাওয়া যায়। কিন্তু কখনও যদি হাতের নাগালে আইশ্যাডো না থাকে, তবে শুধুমাত্র কাজল দিয়েই ‘স্মোকি আই’-এর সৌন্দর্য ফুটিয়ে তোলা যাবে। চলুন এর সহজ কৌশল জেনে নেই।

চোখ সাজানোর আগে কিছু প্রস্তুতি প্রয়োজন। প্রথমেই ফেশওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। চোখের নিচে এবং ত্বকের বিভিন্ন অংশে কালচে দাগছোপ ঢাকতে কনসিলার লাগাতে হবে। চোখের চারপাশে ভালো করে প্রাইমার লাগিয়ে নিতে হবে। এবার চোখের উপরের পাতায় আইলাইনারের মতো করে কাজল লাগিয়ে নিতে হবে। পেনসিল কাজল ব্যবহার করলে ঘন করে এঁকে নিতে হবে। যত গাঢ় হবে, স্মোকি লুকটাও নিখুঁত হবে।

এবার ব্লেন্ডিং ব্রাশের কাজ। ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কাজল চোখের পাতার সঙ্গে মিশিয়ে নিন। কাজল চোখের উপরের পাতায় ঘন থেকে ক্রমশ হালকা হয়ে মিলিয়ে নিতে হবে। এরপর চোখের নিচের অংশেও কাজল লাগিয়ে নিন। চোখের নিচে যে ওয়াটার লাইন আছে সেখানে কাজল লাগিয়ে নিতে হবে। এরপর ব্রাশ বা তুলি দিয়ে নিচের অংশেও কাজল হালকা করে মিশিয়ে নিন।

চোখকে সুন্দর ও টানা টানা লুক দিতে চোখের নিচে বাইরের কোনা থেকে উপরের পাতার কোনা পর্যন্ত জেল লাইনার বা কাজল পেনসিলের সাহায্যে ‘উইং’ বা ডানার মতো আকার দিয়ে নিন। সবশেষে চোখের উপরের পাপড়ি ও নিচের পাপড়িতে মাসকারা লাগিয়ে নিন। পারফেক্ট স্মোকি আই লুক পাওয়া যাবে।

Link copied!