প্রতিভা প্রদর্শনের কোনো বয়স হয় না। ছোট বয়সেও প্রতিভা নিয়ে বিশ্ব রেকর্ড করা সম্ভব। যার প্রমাণ দেখিয়েছে ছোট দর্শিক সোলঙ্কী। মাত্র ২ বছর ৬ মাস বয়সেই নিজের প্রতিভা দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে দর্শিন। বড়রা যে কাজ করতে হিমশিম খায়, সেই কাজটি অনায়াসে করে দেখিয়েছে এই ছোট্ট ছেলেটি।
২০২১ সালের ১২ ডিসেম্বর জন্ম জন্ম দর্শিকের। ছোট বয়সেই বিশ্বরেকর্ড করেছে। কম বয়সে সর্বাধিক দেশের পতাকা এবং দেশের নাম চিহ্নিত করে দর্শিক বিশ্বরেকর্ডে নিজের নাম লিখিয়েছে। দুই বছর বয়সেই দর্শিক ১০-২০টি দেশের পতাকা এবং নাম চিহ্নিত করতে পারে। ধীরে ধীরে সেই জ্ঞান ১৯৫টি দেশ পর্যন্ত বিস্তৃত হয়। মাত্র দুই মাসে দর্শিক বিভিন্ন দেশের পতাকাসহ রাজধানী নাম সম্পর্কেও দক্ষতা অর্জন করেন। কম বয়সে তার এই অসাধারণ প্রতিভা ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস সম্মানিত করে।
জানা যায়, দর্শিকের বাবা সোলঙ্কী বিশাল স্টেশনারি ব্যবসায়ী এবং মা সোলঙ্কী প্রিয়া গৃহিণী। তারা সন্তানের বিশেষ এই ক্ষমতা অনেক আগেই চিহ্নিত করতে পারেন। এরপর দর্শিককে নিয়মিত উৎসাহিত করেন। নিজের সন্তানকে অনুপ্রেরণা দিতে থাকেন। এক পর্যায়ে দর্শিক ১৯৫টি দেশের পতাকা, নাম ও রাজধানীর নাম চিহ্নিত করতে পারে। স্কুলের শিক্ষকরাও ছোট্ট দর্শিককে দক্ষ এবং সক্রিয় ছাত্র হিসেবে প্রশংসা করেন।
নিজের সন্তানের এই অর্জনকে অনুপ্রাণিত করে দর্শিকের বাবা-মা জানান, প্রতিটি শিশুর মধ্যে অসাধারণ ক্ষমতা রয়েছে। সঠিক উৎসাহের মাধ্যমে তারা অপ্রত্যাশিত জিনিসও সম্ভব করতে পারে। শিশুদের অনন্য প্রতিভাগুলো চিহ্নিত করা এবং বিকশিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রতিভার বলে নিজেদের পরিচয় নিজেরাই গড়ে নিতে সক্ষম হয়া
সূত্র: ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস