ত্বকের যত্নে অ্যালোভেরা গুণাগুণ সবার জানা। ত্বকের র্যাস-ব্রণের সমস্যা কমাতে অ্যালোভেরা জেলের জুড়ি নেই। তবে জানেন কি, ত্বকের জন্য সবুজ অ্যালোভেরা থেকে বেশি কার্যকরী হচ্ছে লাল রঙের অ্যালোভেরা। যা দিয়ে ত্বকের যৌবন ধরে রাখা যায়। আবার ত্বকে যৌবন ফিরিয়েও আনা যায়।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকের মতে, অ্যালোভেরার নানা প্রজাতি হয়। লাল রঙের অ্যালোভেরা অন্যতম একটি। দক্ষিণ আফ্রিকার রোদে ভেজা মরুভূমি থেকে উদ্ভূত, এই প্রাণবন্ত লাল উদ্ভিদ ত্বকের যত্নে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এতে ‘অ্যান্থোসায়ানিন’ নামক অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা ত্বকের জন্য অ্যান্টি-এজিং উপাদান হিসাবে কাজ করে।
সবুজ রঙের অ্যালোভেরার চেয়ে লাল রঙের অ্যালোভেরা কেন বেশি কার্যকরী?
সবুজ রঙের অ্যালোভেরার চেয়ে লাল রঙের অ্যালোভেরায় পানি ধারণ করার ক্ষমতা বেশি থাকে। এটি ত্বকের আর্দ্রতা বেশি সময় পর্যন্ত ধরে রাখতে পারে। লাল রঙের অ্যালো ভেরায় ভিটামিন-এ, সি, ই রয়েছে। যা ত্বকের টান টান ভাব ঠিক রাখে।
কীভাবে ব্যবহার করবেন? অ্যালো ভেরা গাছটির পাতা কেটে সেখান থেকে শাঁস বার করে চুলেও মুখে মাখেন অনেকে। তবে বিভিন্ন উপাদানের সাথে এই অ্যালোভেরা মিশিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করলে আপনি পেতে পারেন উজ্জ্বল, হাইড্রেটেড ত্বক। জেনে নিন লাল অ্যালোভেরা দিয়ে কীভাবে বানাবেন ফেস প্যাক।
লাল রঙের অ্যালোভেরার সঙ্গে মধু, টক দই, হলুদ কিংবা শসার রস মিশিয়ে প্যাক বানিয়ে মুখের ত্বকে লাগাতে পারেন। এটি সবধরণের ত্বকের জন্যই উপকারী। এমনকি স্পর্শকাতর ত্বকের জন্যও এই অ্যালোভেরা বেশ ভালো হয়।
লাল অ্যালোভেরা এবং হলুদের প্যাক
২ টেবিল চামচ লাল অ্যালোভেরা জেল, এক চিমটি হলুদ গুঁড়ো এবং ১ টেবিল চামচ দই নিন। উপাদানগুলো একসাথে মিশিয়ে নিন। মুখে ১৫ মিনিটের লাগিয়ে রাখুন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এটি পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। ত্বকে উজ্জ্বল আভা দেয়।
লাল অ্যালোভেরা এবং মধুর মাস্ক
২ টেবিল চামচ লাল অ্যালোভেরা জেল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মুখে লাগান। ২০ মিনিটের জন্য রেখে দিন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে প্রশমিত করে এবং আর্দ্র করে।
অ্যালোভেরা এবং শসার মাস্ক
২ টেবিল চামচ লাল অ্যালোভেরা জেল এবং ১ টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন। এটি ত্বকের রুক্ষতা কমাবে। জ্বালাপোড়া ভাব কমিয়ে ত্বককে শীতল করবে।
ত্বক বিশেষজ্ঞরা জানান, লাল অ্যালোভেরায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যা দূষণ , চাপ এবং বার্ধক্যের ক্ষতিকারক প্রভাবের বিরুদ্ধে লড়াই করে। এটি ত্বককে উজ্জ্বল, টানটান এবং পুনরুজ্জীবিত করতে কাজ করে। পলিস্যাকারাইড এবং অ্যামিনো অ্যাসিড গভীরভাবে ত্বককে হাইড্রেট করে।