ঈদের কেনাকাটায় সতর্ক থাকবেন যেভাবে
জমজমাট ঈদ কেনাকাটা চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের শপিং মলে এখন উপচে পড়া ভিড়। শপিংয়ে যেমন ব্যস্ত সবাই, অন্যদিকে বিপদের ঘটনাও কম ঘটছে না। অদৃশ্য বিপদ যেন হঠাত্ই চলে আসে। ঈদের সময় পকেটমার, জাল টাকা, ব্যবসায়ীদের প্রতারণাসহ অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে হয়। তাই ঈদ কেনাকাটায় গিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।পকেটমার-ছিনতাইকারী