শবে বরাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত, যা বিশেষ ইবাদত, দোয়া এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে পালন করা হয়। এই রাতকে লাইলাতুল বরাত বলা হয়, যা আরবি ভাষায় অর্থ "মুক্তির রাত"। মুসলমানরা বিশ্বাস করেন যে, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন এবং তাদের ভাগ্য নির্ধারণ করেন। তাই শবে বরাতে বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও তওবা করা উত্তম।
শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ বাধ্যতামূলক নয়, তবে হাদিস ও ফকিহদের ব্যাখ্যা অনুযায়ী এই রাতে নফল নামাজ পড়ার ফজিলত অনেক বেশি।
শবে বরাতে নফল নামাজ পড়ার নিয়ম
শবে বরাতে সাধারণত নফল ইবাদত করা হয়। কেউ ২ রাকাত, কেউ ৪ রাকাত, কেউ ৬, ৮ বা ১২ রাকাত পড়েন। তবে সর্বোত্তম হলো তাহাজ্জুদ নামাজের মতো ইবাদত করা।
নফল নামাজ পড়ার নিয়ম
নিয়ত: প্রথমে নিয়ত করবেন— "আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল নামাজ পড়ছি"
প্রথম রাকাত: সুরা ফাতিহা পড়ার পর যেকোনো একটি ছোট সূরা পড়ুন। রুকু ও সেজদা করে দ্বিতীয় রাকাতে উঠুন।
দ্বিতীয় রাকাত:
আবার সুরা ফাতিহা ও একটি ছোট সূরা পড়ুন।
নামাজ শেষ করার পর দোয়া করুন।
৬ রাকাত নফল নামাজ
অনেকে শুকরিয়া নামাজ হিসেবে ৬ রাকাত নামাজ পড়েন, যা ২ রাকাত করে ৩ বার আদায় করা হয়।
প্রথম ২ রাকাতে রিজিক ও দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করুন। দ্বিতীয় ২ রাকাতে গুনাহ মাফ ও নেক আমলের তৌফিক চেয়ে দোয়া করুন। তৃতীয় ২ রাকাতে আখিরাতের সফলতা ও জান্নাতের দোয়া করুন।
১২ রাকাত নফল নামাজ
যদি সম্ভব হয়, তাহলে ১২ রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। এটি ২ রাকাত করে ৬ বার পড়া যায়।
তাহাজ্জুদ নামাজ
শবে বরাতের শ্রেষ্ঠ ইবাদত হলো তাহাজ্জুদ নামাজ।রাতের শেষ তৃতীয়াংশে উঠে ৪, ৬ বা ৮ রাকাত তাহাজ্জুদ পড়া উত্তম। এই নামাজে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়া করা উচিত।
শবে বরাতের অন্যান্য আমল
নফল নামাজের পাশাপাশি আরও কিছু আমল করা যেতে পারে। কোরআন তিলাওয়াত করা, যেকোনো সূরা বা আয়াত বেশি বেশি পড়ুন জিকির-আজকার করুন। "সুবহানাল্লাহ", "আলহামদুলিল্লাহ", "আল্লাহু আকবার" বেশি বেশি বলুন। তওবা ও ইস্তিগফার করুন। নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। দুরুদ শরিফ পাঠ করুন। বেশি করে রাসুল (সা.)-এর ওপর দুরুদ পাঠ করুন। নিজের, পরিবারের এবং সকল মুসলমানের জন্য দোয়া করুন।
শবে বরাত একটি বরকতময় রাত। এই রাতে যত বেশি ইবাদত করা যায়, ততই ভালো। শবে বরাতের নামাজ মূলত নফল, তাই এটি বাধ্যতামূলক নয়। তবে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়।