• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

ঈদ জামাত পড়ার নিয়ম ও করণীয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৭:৪৪ পিএম
ঈদ জামাত পড়ার নিয়ম ও করণীয়
ছবি: সংগৃহীত

ঈদ মুসলমানদের জন্য একটি বিশেষ আনন্দের দিন। এই দিনে সকালবেলা ঈদের নামাজ আদায় করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ঈদের নামাজ পড়ার কিছু বিশেষ নিয়ম ও সুন্নত রয়েছে।

ঈদের নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত ও মুসলিম উম্মাহর সংহতির প্রতীক। রাসুলুল্লাহ (সা.) ঈদের দিন ঈদের নামাজ আদায় করতেন এবং সাহাবাদের তা আদায়ের নির্দেশ দিতেন।

আল্লাহ তায়ালা বলেন: "সুতরাং তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো।" (সূরা আল-কাওসার: ২)

রাসুল (সা.) বলেছেন: "দুই ঈদের নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর জন্য ওয়াজিব।" (আবু দাউদ)

ঈদের নামাজের সময় ও স্থান
ঈদের নামাজ ফজরের পর থেকে শুরু হয়ে সূর্য উদয়ের প্রায় ১৫-২০ মিনিট পর আদায় করা যায়।
ঈদুল ফিতরের নামাজ সাধারণত সকাল ৭টা থেকে ৯টার মধ্যে আদায় করা হয়। ঈদের নামাজ খোলা জায়গায় ঈদগাহে আদায় করা উত্তম। প্রয়োজনে মসজিদেও পড়া যেতে পারে, তবে নবী (সা.) সাধারণত ঈদগাহে জামাত আদায় করতেন।

ঈদ জামাত পড়ার নিয়ম

ঈদের নামাজ সাধারণ নামাজের চেয়ে কিছুটা ভিন্ন। এটি দুই রাকাত হয় এবং এতে অতিরিক্ত ছয়টি তাকবির থাকে।

নিয়ত করা:
নামাজ শুরুর আগে নিয়ত করতে হয়: "নাওয়াইতু আন উসাল্লিয়া রাক’আতাইনি ওয়াজিবান সালাতাল ঈদি লিল্লাহি তা’আলা"
অর্থ: আমি আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করার নিয়ত করলাম।

ঈদের নামাজের ধাপসমূহ
প্রথম রাকাতে ইমামের সঙ্গে তাকবিরে তাহরিমা দিয়ে হাত বাঁধতে হবে। প্রথম তাকবিরের পর সানা (সুবহানাকা আল্লাহুম্মা) পড়তে হবে। অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে (প্রতি তাকবিরে হাত তুলে ছেড়ে দিতে হবে)। ইমাম সূরা ফাতিহা ও অন্য একটি সূরা তিলাওয়াত করবেন। এরপর স্বাভাবিকভাবে রুকু ও সেজদা করে দ্বিতীয় রাকাতে যেতে হবে।

দ্বিতীয় রাকাতে ইমাম প্রথমে সূরা ফাতিহা ও অন্য কোনো সূরা পড়বেন। এরপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। চতুর্থবার তাকবির বলে রুকুতে যেতে হবে। এরপর স্বাভাবিকভাবে রুকু, সেজদা করে নামাজ শেষ করতে হবে।

ঈদের নামাজের পর খুতবা

ঈদের নামাজের পর খুতবা দেওয়া হয়, যা শোনা সুন্নত। এটি জুমার খুতবার মতোই গুরুত্বপূর্ণ, তবে ঈদের খুতবা নামাজের পরে হয়। খুতবার বিষয়বস্তু থাকে আল্লাহর প্রশংসা, রাসুলুল্লাহ (সা.)-এর প্রশংসা, ঈদের দিনের আমল ও করণীয়, ইসলামের বিধান ও সমাজের করণীয়।

ঈদের নামাজের আগে ও পরে করণীয়
ঈদের নামাজের আগে গোসল করা সুন্নত। পরিষ্কার ও উত্তম পোশাক পরা উত্তম। আতর বা সুগন্ধি ব্যবহার করা সুন্নত। ঈদুল ফিতরের জন্য তাকবির বলা সুন্নত। ঈদুল ফিতরের দিনে নামাজের আগে কিছু মিষ্টি খাওয়া সুন্নত।

ঈদের নামাজের পর পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে হয়। গরিবদের সাহায্য করা ও সদকা দিতে হবে। বেশি বেশি তাকবির বলা সুন্নত। ঈদের শুভেচ্ছা বিনিময়ে“ঈদ মোবারক” বা “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” বলা সুন্নত।

Link copied!