• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ত্বকের যত্নে গোলাপজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ১২:৩৫ পিএম
ত্বকের যত্নে গোলাপজল

রূপচর্চায় বহুকাল থেকেই গোলাপজলের ব্যবহার হয়ে আসছে। এর পাপড়ি ভাপে পরিশোধন করে গোলাপজল তৈরি হয়। অর্থাৎ পাপড়ি পানিতে ফোটানোর পর যে বাষ্প হয়, তা ঠাণ্ডা হয়ে যে জলীয় অংশ পাওয়া যায় সেটিই গোলাপজল। 

যুক্তরাষ্ট্রে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সৌন্দর্যচর্চায় রোজ হাইড্রোসলয়ের ব্যবহার গোলাপ ডিস্টিলেট নামে পরিচিত। ক্রিম, লোশন থেকে শুরু করে মিস্ট বা টোনারেও এর ব্যবহার রয়েছে। আবার সরাসরি গোলাপজল ত্বকেও ব্যবহার করা যায়। 

চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা ও ব্যবহার -

উপকারিতা

  • নানান প্রসাধনীতে গোলাপজলের ব্যবহার ত্বকের সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখে।
  • এটি ত্বক আর্দ্র রাখে তাই টোনার বা ক্রিম হিসেবে ব্যবহার করা যায়। 
  • এর প্রদাহনাশক গুণাগুণ ত্বকের লালচেভাব কমায়।
  • গোলাপজলের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্লাম্পিং পাউডার বয়সের ছাপ কমিয়ে আনতে সহায়তা করে।
  • প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে এটি। পিএইচয়ের ভারসাম্য রক্ষা করে মসৃণ, কোমল ও আর্দ্র ত্বক পেতে সাহায্য করে।

কোন ত্বকে গোলাপজল ব্যবহার করা যায়
এটি সব ধরনের ত্বকেই ব্যবহার উপযোগী। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, সংবেদনশীল, শুষ্ক বা ত্বকের লালচেভাবের সমস্যা আছে এমন যে কেউ গোলাপজল ব্যবহার করতে পারেন। যাদের ত্বক স্বাভাবিক ও মিশ্র তারাও এই প্রাকৃতিক উপাদান ব্যবহারের উপকৃত হবেন। মিশ্র ত্বকে গোলাপজল ব্যবহারের ক্ষেত্রে শুষ্ক অংশ আর্দ্র রাখে ও আরাম দেয়।

যেভাবে রূপচর্চায় ব্যবহার করতে হয়
বেইকার বলেন, তরল বা মিস্ট হিসেবে গোলাপজল ব্যবহার ত্বকের প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। পিএইচয়ের ভারসাম্য বজায় রাখে, সতেজভাব আনে এবং মেকআপের পর এর ব্যবহার ত্বকে চকচকে আভা ফুটিয়ে তোলে।

এছাড়াও কেউ চাইলে গোসলের সময়ও ব্যবহার করতে পারেন। অন্যদিকে ক্রিম, লোশন বা পরিষ্কারক হিসেবেও যেকোনো প্রসাধনীতে ব্যবহার করা যায় গোলাপজল।

Link copied!