আজ গোলাপ দিবস। রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে বহু যুগ ধরে। বর্তমানেও সৌন্দর্য পিপাসু নারীরা রূপচর্চায় গোলাপের ব্যবহার করে থাকেন। আসুন জেনে নিই ত্বকের সৌন্দর্যে গোলাপের ব্যবহার
- গোলাপ ফুল অ্যান্টি-অক্সিডেন্ড ও ভিটামিনে ভরপুর। মুখের বলিরেখা ও বার্ধক্যের ছাপ কমাতে গোলাপের কোনো তুলনা নেই।
- প্রতিদিন ফেসিয়ালে গোলাপজল ব্যবহার করুন।
- গোলাপ যে কোনো ধরণের এলার্জি প্রশমিত করে। ত্বকের টিস্যুগুলিকে পুনরুজ্জীবিত করে ত্বকের তৈলাক্ত ভাব কমায়।
- মধু, গোলাপজল এবং কিছু গোলাপের পাপড়ি একসঙ্গে মিশিয়ে মুখে ব্যবহার করে দেখুন। বিস্ময়কর ফল পাওয়া যাবে।
- কাচা দুধ, চন্দন গুড়োর সঙ্গে কয়েকটি গোলাপের পাপড়ি মিশিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন। প্রয়োজনে তাতে এক চামচ চন্দন গুড়ো আর দুই টেবিল চামচ দুধ মিশিয়ে নিন।
- গোলাপজল এবং নারিকেল দুধের সঙ্গে মিশিয়ে সেটি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ব্রণ দূর হবে।
- গোলাপজলের আরেকটি বড় উপকারিতা হলো, এটি ডার্ক সার্কেল দূর করে দেয় চিরতরে। গোলাপজলে কিছু তুলোর বল ভিজিয়ে রাখুন এবং চোখের নিচে ১০ মিনিট রাখুন। দ্রুত আপনি দেখতে পাবেন আপনার কালো বৃত্ত চিরতরে অদৃশ্য হয়ে যাবে।