• ঢাকা
  • শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩০, ৫ রমজান ১৪৪৫

কিনতে হবে না, বাড়িতেই বানানো যাবে রুহ আফজা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৩:২১ পিএম
কিনতে হবে না, বাড়িতেই বানানো যাবে রুহ আফজা
সূত্র: সংগৃহীত

রমজানে ইফতারে সুস্বাদু পানীয় বলতেই রুহ আফজার জনপ্রিয়তা রয়েছে। রমজান এলেই রুহ আফজার চাহিদা বেড়ে যায়। সারাদিন রোজা রেখে ইফতারের সময় একগ্লাস রুহ আফজায় চুমুক দিলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। ছোট বড় সবারই পছন্দ রুহ আফজা।

রমজানে চাহিদা বাড়ে, তাই ভেজালের সম্ভাবনাও বেড়ে যায়। রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় রুহ আফজাতেও ভেজাল রং মেশায়। যা এর স্বাদ নষ্ট করে দেয়। পাশাপাশি শরীরের ক্ষতি তো করেই। তাই ভেজাল এড়াতে বাড়িতেই রুহ আফজা বানানোর প্রস্তুতি নিন। যা হবে স্বাস্থ্যসম্মত।

রুহ আফজা বানাতে যা যা লাগবে

·         গোলাপ ফুলের পাপড়ি- ৪টা

·         চিনি ১ কাপ

·         পানি ২ কাপ

·         লাল ফুড কালার- ২ ফোঁটা

·         আনারস-১টি

·         কলা-১টি

·         বেদানা-১টি

·         আপেল-১টি

·         তরমুজ-১টি

·         আঙুর-১টি

·         মালটা-১টি

 

রুহ আফজা যেভাবে বানাবেন

চুলায় একটি পাত্র বসিয়ে গোলাপের পাপড়িগুলো ১ কাপ পানিতে ভালো করে ফুটিয়ে নিন। সামান্য ফুড কালার দিয়ে দিন। কিছুক্ষণ পর ছেকে নামিয়ে নিন। এবার ফলগুলো টুকরো করে কেটে ব্লেন্ড করুন। ফল থেকে যে জুস বের হবে তা ছেকে নিন। এরপর চুলায় মাঝারি আঁচে একটি ননস্টিক প্যান দিন। তাতে ফলের রস সঙ্গে ১ কাপ চিনি দিয়ে মিশিয়ে জ্বাল দিন। কিছুক্ষণ পর গোলাপের পাপড়ির পানিটাও মিশিয়ে দিন। জ্বাল করুন। ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এরপর কাঁচের বোতলে ভরে সংরক্ষণ করুন। এক মাস পর্যন্ত ভালো রাখতে ফ্রিজেও রাখতে পারেন।

Link copied!