• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

প্রচণ্ড গরমে ছাদ বাগান শুকিয়ে যাচ্ছে, কী করবেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৪:২৫ পিএম
প্রচণ্ড গরমে ছাদ বাগান শুকিয়ে যাচ্ছে, কী করবেন?
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে। বৃষ্টি না হওয়া পর্যন্ত যেন স্বস্তি মিলে না। এই সময় বৃষ্টির অভাবে আর প্রচণ্ড রোদের কারণে গাছপালাও শুকিয়ে যায়।  তাই গাছ প্রেমীদের এই সময় আরও যত্নশীল হতে হবে।

গরমে তাপমাত্রা বেশি থাকায় প্রায় সব গাছের পাতা শুকিয়ে যাওয়া, পড়ে যাওয়া মতো সমস্যা হয়। 
বাড়ির গাছপালা কিংবা নার্সারির গাছপালা, সঠিকযত্ন নিলে গাছগুলো সতেজ থাকে। শুধুমাত্র পানি দিলেই হয় না, গাছপালা সামগ্রিক যত্ন নিতে হয়। কীভাবে গাছের পরিচর্যা করবেন চলুন জেনে আসি।

কৃষি বিশেষজ্ঞরা জানান, গরমেও গাছ থাকবে একেবারে সতেজ। যদি গাছে সকালে ও সন্ধ্যায় পানি দেওয়া হয়। এই সময় মাটিতে শীতলতা থাকে। তাই গাছে পানি দিলে শিকড় পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে যায়। গাছের আর্দ্রতা বজায় থাকে। গরমের সময় পানি দেওয়া হলে তা অবিলম্বে বাষ্পে পরিণত হয়। এতে গাছ পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা পায় না। যার কারণে গাছের পাতা শুকিয়ে যায়।

এছাড়াও গাছে পানি দেওয়ার সময় সরাসরি স্প্রেয়ার ব্যবহার করা ভালো। এতে গাছের জমে থাকা ধুলো ধুয়ে যায়। গ্রীষ্মকালে গাছের পাতায় ধুলো জমে, যা গাছের শ্বসন এবং খাদ্য তৈরির প্রক্রিয়াতে হস্তক্ষেপ করে। ধুলাবালির কারণে গাছে পোকামাকড় ও ছত্রাকজনিত রোগ হওয়ার শঙ্কাও বেশি থাকে। তাই গাছের পাতায় হালকা পানি  ছিটিয়ে পরিষ্কার রাখতে হবে।
গাছের সঠিক পুষ্টির জন্য এই সময় জৈব সার ব্যবহার করা যেতে পারে। যা গাছকে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই ১৫ দিন পর পর গাছে কম্পোস্ট সার, কেঁচো সার বা অন্যান্য প্রাকৃতিক সার প্রয়োগ করতে হবে। টবে থাকা গাছে প্রয়োজন অনুযায়ী নতুন মাটিও দিতে হয়।

গ্রীষ্মকালে গাছের যত্ন নিলে তা দীর্ঘ সময়ের জন্য তাজা এবং জীবিত থাকে। তাই সময় করে গাছের উপযুক্ত যত্ন নিতে হবে।

Link copied!