• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাল চন্দনে ব্রণ থেকে মুক্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩, ১১:২৪ এএম
লাল চন্দনে ব্রণ থেকে মুক্তি

নানা কারণে মুখে ব্রণ হয়। হরমোন ক্ষরণের তারতম্য, জীবাণুর সংক্রমণ,ত্বকের অযত্ন, অতিরিক্ত দুশ্চিন্তা, তৈলাক্ত ও অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ঘুম না হওয়া, অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি। ত্বকের যত্নে চন্দনের উপকারীতা বলার আর অপেক্ষা রাখে না। রূপচর্চায় চন্দনের ব‍্যবহার বহু কাল আগে থেকেই হয়ে আসছে। গরমে ত্বকে নানারকম সমস‍্যা দেখা দেয়। ব্রণ তার মধ‍্যে অন‍্যতম। এইগরমে ব্রণের সমস‍্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন লাল চন্দন।

 

ব‍্যবহার করার নিয়ম

 

  • লাল চন্দনের সঙ্গে বিউলির ডাল ও গোলাপজলের প্যাক আধাঘণ্টা মুখে লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক বেশি তৈলাক্ত হলে গোসলের আগে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে চন্দন গোলাপজলে মিশিয়ে দশ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • আপনার ত্বক যদি  স্পর্শকাতর হয় তাহলে ১ চামচ লাল চন্দনের গুড়ার সঙ্গে আধ কাপ পাকা পেঁপে মিশিয়ে নিন।
  • লাল চন্দনের গুড়ার সঙ্গে লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মুখে মাখার পর ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক খুব উপকারী।
  • তৈলাক্ত ত্বকে ব্রণ সমস্যা হলে গোলাপ জলের সঙ্গে মধু এবং লাল চন্দনের গুড়ার ভালো করে মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে ভালো করে মুখ ধুয়ে এই মিশ্রণ মুখে মেখে নিন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।
  • বয়স ধরে রাখতে বা চোখের নীচের কালো দাগ দূর করতে চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ৫-৭ মিনিট মেখে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। কালচে দাগ দূর করার জন্য চন্দনের সঙ্গে নারকেল তেল ও লেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারেন।

  এইভাবে নিয়মিত ব্যবহার করলে মুক্তি পাবেন ব্রণের আক্রমণ থেকে।

Link copied!