বিশেষ দিনে বিশেষ আয়োজন তো থাকেই। উত্সব এলেই আচার-অনুষ্ঠানের সঙ্গে পোশাকেও এর প্রভাব পড়ে। আসন্ন বিজয় দিবসকে ঘিরে শুরু হয়েছে তেমনই আয়োজন। পোশাকের ফ্যাশনে উঠে এসেছে বিজয়ের ছবি, বিজয়ের গল্প। প্রতিবছরই দেশিয় ব্র্যান্ডগুলো পোশাকে বিজয়ের উত্সব উদযাপন করে। থাকে নানা ডিজাইনের নানা পোশাক। এবারও ব্যতিক্রম নয়। তবে এবারের আয়োজনে চোখ আটকে যাবে ছোট্টমনিদের বিজয়ের পোশাকে। বড়দের মতো ছোটরাও এখন লাল-সবুজের বিজয়ের রঙের শাড়ি পরবে। ছোটদের বিজয়ের আনন্দে সামিল করতে ফ্যাশন হাউজগুলো নিয়ে এসেছে লাল-সবুজ রঙের রেডি শাড়ি।
১৬ ডিসেম্বর বিজয় দিবস। প্রতিবছরই বিজয় দিবস উপলক্ষে নারী-পুরুষের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাকের আয়োজন থাকে। বড়-ছোট সব বয়সীদের জন্যই পৃথক ডিজাইনের পোশাক থাকে। এবারও ব্যতিক্রম নয়। বরং ছোটদের পোশাকের ট্রেন্ডকে ধরে রেখে বিজয় দিবসে রেডি শাড়ির আয়োজন রাখা হয়েছে। প্রায় ১ বছর থেকে শুরু করে যেকোনো বয়সের শিশুরাই রেডি শাড়ি পরতে পারবে। মা-বাবার সঙ্গে মিল রেখে দেশিয় ফ্যাশন হাউজগুলো ছোটদের শাড়িতেও বৈচিত্র্য রেখেছে। রয়েছে বিজয়ের গল্প, কবিতা, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্রের প্রতিচ্ছবি।
ফ্যাশন উদ্যোগ দিশাজ রোডব্লক লাল-সবুজের পসরায় ছোটদের জন্যেও এনেছে বিভিন্ন ডিজাইনের রেডি শাড়ি। আরামদায়ক ফ্যাব্রিকে তৈরি হয়েছে এসব শাড়ি। যা পরলে ছোটদের কোনো অস্বস্তিবোধও হবে না। এসব রেডি শাড়ি থাকছে স্কার্ট সিস্টেমের। কোমরে এলাস্টিক সেট করা রয়েছে। যেখানে ফিক্সড করা হয়েছে কুচিগুলো। শুধু তাই নয়, শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজও তৈরি করা হয়েছে। আর পেটিকোট যুক্ত থাকছে শাড়ির সঙ্গেই। তাই অনায়াসেই ছোট্ট শিশুরা এসব শাড়ি পরতে পারবে।
শাড়ির পাশাপাশি ছোটদের জন্য কুর্তি, টপ, সেলোয়ার কামিজেরও আয়োজন রয়েছে। টকটকে লাল সূর্যের মাঝে হলুদ মানচিত্র ফুটে উঠেছে কিছু পোশাকে। এমন অনেক ডিজাইনই নজর কেড়েছে ছোট্ট মেয়েদের বিজয়ের সংগ্রহে।
ছোটরাই বিজয়কে এগিয়ে নিয়ে যাবে। দেশকে নতুন অধ্যায়ে পৌঁছে দেবে। সেই ভাবনা থেকেই ছোটবেলাতেই বিজয়ের উত্সবকে স্মৃতিময় করে রাখতে এমন আয়োজন করেছে দেশিয় ব্র্যান্ডগুলো।