খেজুরের বিচি দিয়ে বানানো যাবে মজাদার `কফি`
রমজান মাসে ইফতারের আয়োজনে প্রতিদিনই খেজুর থাকে। খেজুর খেয়ে এর ভেতরে থাকা বিচি ফেলে দেওয়া হয়। অথচ জানেন কি, এই বিচি থেকে মজাদার কফি বানানো যায়। খেজুরের বিচি থেকে অত্যন্ত উপাদেয় ক্যাফেইনমুক্ত কফি তৈরি করা যায়। যার নাম হয় `ডেট সিড কফি`।বর্তমান সময়ে কফির বিকল্প হিসেবে বহুল আলোচিত এই কফি।