• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,

সন্তানের বন্ধু হওয়া জরুরি যে কারণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৬:২৪ পিএম
সন্তানের বন্ধু হওয়া জরুরি যে কারণে
ছবি: সংগৃহীত

অনেকেই মনে করেন, সন্তানকে চাপে বা অনুশাসনে রাখলেই সন্তান সবকিছু শিখবে। বাবা-মায়ের কথা শুনবে। কিন্তু দেখা যায়, সন্তান যখন আপনাকে ভয় পায় তখন সে তার মনের কথা আপনাকে সাহস করে বলতে পারে না। ভয় পায়। তখন আপনার সঙ্গে ধীরে ধীরে দুরত্ব বাড়তে থাকে। আপনার সন্তানের ভুল পথে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে যদি আপনি তার বন্ধু হয়ে উঠতে পারেন তাহলে অনেক কিছুই সহজ হবে। আর যদি সন্তানের বন্ধু হতে না পারেন তাহলে সেটা সন্তানের জন্য ভালো কিছু বয়ে আনে না।

  • আপনি যদি আপনার সন্তানের বন্ধু হতে পারেন তাহলে আপনার সন্তানের আপনার সঙ্গে ভালো সময় কাটবে। একসঙ্গে আনন্দ করে কাটবে আপনাদের সময়। আর যদি সন্তানের বন্ধু হতে না পারেন তাহলে সে তার সময় কাটানোর জন্য মোবাইল-ইন্টারনেট বেছে নেবে। এতে তার ডিভাইসের প্রতি আসক্তি বাড়বে।
  • শিশুর জীবনের প্রথম পাঁচ বছর তার বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়েই শিশুর প্রায় ৮০ ভাগ মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটে। আর তার সুষ্ঠু বিকাশের জন্য জরুরি সহজ সুন্দর জীবনযাপন। আপনি যদি আপনার শিশুর বন্ধু হয়ে উঠতে পারেন তাতেই তার স্বাভাবিক বিকাশ হবে।
  • শিশু মন কৌতূহলী। সে সব কিছুই জানতে চায়। আর যেহেতু শিশুরা তার মা-বাবার সঙ্গেই বেশিরভাগ সময় কাটায় তাই তাদের কৌতূহলী প্রশ্ন তার মা-বাবাকেই করে জেনে নিতে পারে। কিন্তু আপনার সন্তান যদি আপনাকে ভয় পায় তাহলে তার মধ্যে যে প্রশ্নগুলো উদয় হবে সেগুলো মনের মধ্যেই রেখে দিবে। ধীরে ধীরে জানার আগ্রহ কমে যাবে তার। তাই সন্তানের বন্ধু হতে হবে।
  • একটি শিশু যখন শৈশব কাটিয়ে কৈশোরে পা রাখে তখন তার মধ্যে অনেক পরিবর্তন আসে। সে তখন একজন বিশ্বস্থ বন্ধু খোঁজে যাকে মনের কথা বলতে পারা যায়। আর সেসময়ে আপনাকে আপনার সন্তনের বন্ধু হয়ে পাশে থাকতে হবে। নয়ত তার ভুল করার সম্ভাবনা দেখা দেয়।
  • আপনি যদি সন্তানের বন্ধু হতে পারেন তাহলে আপনাদের পারিবারিক বন্ধন দৃঢ় হবে। পরিবার ও সমাজের প্রতি সে আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠবে। তাই সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি।
Link copied!