ঝটপট ব্রেকফাস্ট


ঝুমকি বসু
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৭:২২ পিএম
ঝটপট ব্রেকফাস্ট

সকালে তাড়াহুড়ো করে বের হতে হবে, কী আইটেম করবেন ব্রেকফাস্টে? খুব সহজ উপায়ে পাউরুটি ও ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন পুষ্টিকর একটি আইটেম। জেনে নিন রেসিপি।

যেভাবে তৈরি করবেন

প্যানে ১ চা চামচ মাখন গলিয়ে পাউরুটির দুই দিক চেপে চেপে ভেজে নিন। বাদামি রঙ ধরে এলে নামিয়ে নিন। একটি বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিন। এর সঙ্গে মেশান স্বাদ মতো লবণ, চিলি ফ্লেকস, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি। ভালো করে ফেটিয়ে নিন। 

চুলায় ছড়ানো একটি প্যানে বাটার গলিয়ে নিন। এরপর ডিমের মিশ্রণ দিয়ে দিন। উপরে দুই স্লাইস পাউরুটি দিন। ডিমের একপাশ হয়ে গেলে পাউরুটিসহ উল্টে দিন। অন্যদিক হয়ে গেলে ডিমের বাড়তি অংশ ফোল্ড করে পাউরুটির উপর দিয়ে দিন। 

পাউরুটির উপরের অংশে থাকা ডিমের উপর টমেটো সস লাগিয়ে স্লাইস করা পনির ও লেটুস দিন। তার ওপর আরেক স্লাইস পাউরুটি বসিয়ে মাঝ দিয়ে কেটে পরিবেশন করুন মজাদার স্যান্ডউইচ।

Link copied!