প্রোপোজ ডে: হাটুতে বসে প্রেমের প্রস্তাবের চল এলো কীভাবে‍‍


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৯:৪৭ পিএম
প্রোপোজ ডে: হাটুতে বসে প্রেমের প্রস্তাবের চল এলো কীভাবে‍‍
সূত্র: সংগৃহীত

ভালোবাসা সপ্তাহের দ্বিতীয় দিনটি হলো প্রোপ্রজ ডে অর্থাত্ প্রস্তাব দেওয়ার দিন। নিজের মনের কথা প্রকাশ করার অন্যতম মাধ্যম হতে পারে এই দিনটি। পছন্দের মানুষকে জীবনে স্থায়ীভাবে পেতে একে অপরকে প্রেমের প্রস্তাব দেন। কেউ বা বিয়ের প্রস্তাবও দেন এই দিনে। আর বিশেষ এই দিনের প্রস্তাবকে ফিরিয়েও দিতে পারেন না অনেকে। কারণ বিশেষ দিনে বিশেষ আয়োজন করেই প্রোপ্রজ করা হয়।

মনের মানুষকে প্রোপ্রোজ করার অনেক তরিকাই রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রচলিত রীতি হচ্ছে প্রিয়জনের সামনে হাটুতে বসে প্রিয় কিছু উপহার দিয়ে প্রোপ্রজ করা। প্রিয়জনও নিজেকে বিশেষভাবে উপলব্ধি করতে পারে এবং প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়। তাই এই সুযোগ অনেকেই মিস করতে চান না।

আধুনিক যুগে প্রেমের বা বিয়ের প্রস্তাব দেওয়া এই রীতি জনপ্রিয়তা পেয়েছে। তবে আগের যুগে কী এমন কোনো রীতি ছিল? জানেন কি, হাটুতে বসে প্রস্তাবের রীতি কবে থেকে শুরু হয়েছে? কে প্রথম এভাবে প্রস্তাব জানিয়েছিলেন?

ইতিহাস থেকে জানা যায়, ১৯২৫ সালে হাঁটুতে বসে প্রেম প্রস্তাবের ছবি প্রথম প্রকাশ্যে আসে। ইংরেজি ছবি ‍‍`সেভেন চান্সেস‍‍`-এর কমিক চরিত্র বাস্টার কীটন ছবির নায়িকাকে এভাবেই প্রেম নিবেদন জানান। এটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র। এই ছবির দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়েছে পুরো ইউরোপ। এরপরই প্রেমের প্রস্তাবে এই রীতি প্রচলিত হয়।

এমনকি ‍‍`আই লাভ ইউ‍‍` ইংরেজি শব্দ নয়। এটি এসেছে প্রাচীন ইংরেজি শব্দ ‍‍`লুফু‍‍` থেকে। যার অর্থ হলো কারো প্রতি গভীর আসক্তি ও পছন্দ। পার্সিয়ান শব্দ লুভে (Luve) এবং প্রাচীন জার্মান শব্দ ‍‍`লুবা‍‍` (Luba) থেকেই এসেছে এই ‍‍`লুফু‍‍` শব্দটি। যা পরবর্তী সময়ে ‍‍`আই লাভ ইউ‍‍` শব্দে রূপান্তরিত হয় এবং কোটি কোটি মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম হয়ে যায়।

Link copied!