ইট-পাথরের এই শহরে যেদিকেই চোখ যায়, উঁচু দালান, গাড়ি, নানা চোখ ধাঁধানো স্থাপনা। শহুরে জীবনযাত্রায় প্রকৃতির ছোঁয়া যেন দিন দিন দুর্লভ হয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে কেউ কেউ নিজ ঘরে একটু সবেুজের ছোয়া রাখতে চান। কিন্তু কাজের চাপে সেটা করাও কষ্টসাধ্য। তবে এমনকিছু গাছ রয়েছে, যেগুলির বেশি যত্ন প্রয়োজন নেই। এমনকি অল্প আলো, বাতাসেই দিব্যি তরতর করে বে়ড়ে ওঠে গাছ। তাই কর্মব্যস্ত মানুষেরা এসময় অল্প পরিচর্চাতেই বড় হয় এমন গাছ রাখতে পারেন নিজের সংগ্রহে।
স্নেক প্ল্যান্ট
বাজারে বিভিন্ন রকম স্নেক প্ল্যান্ট পাওয়া যায় যেগুলোর আলোর দরকার হয় না। খুব সামান্য আলোতেই এর হয়ে যায়। এমনকি খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না। পানিও দিতে হয় খুব অল্প।। ঘর সাজাতে চাইলে এই গাছগুলি আদর্শ হতে পারে।
স্পাইডার প্ল্যান্ট
যারা ইনডোর প্ল্যান্ট রাখেন তাদের বেশিরভাগ বাড়িতে এই গাছ থাকে। কেন রাখে জানেন? কারণ স্পাইডার প্ল্যান্ট ঘরের বাতাস শুদ্ধ রাখে। বাতাসের ক্ষতিকর পদার্থগুলো শোষণ করে এই প্ল্যান্ট। এমনকি ঘরের বাতাসের আর্দ্রতা শোষণ করে ভ্যাপসা ভাব দূর করে। আপনিও রাখতে পারেন এই গাছ। কারণ কম আলোতে এবং কম যত্নেই এই গাছ বেশি ভাল ভাবে বাড়ে। পরিমিত পানি পেলেই এই গাছ বাড়তে থাকে।
মানি প্ল্যান্ট
বাজারে মানি প্ল্যান্টের বিভিন্ন প্রজাতি পাওয়া যায়। এই প্ল্যান্টেরও খুব একটা যত্নের প্রয়োজন হয় না। যে কোনও ঘরের কোণে, বাথরুমে, ফ্রিজের উপরে, রান্নাঘরের জানালায়, বসার ঘরের বইয়ের তাকে— সব জায়গারই শোভা বাড়ায় মানি প্ল্যান্ট। এমনকি এই গাছের জন্য মাটিরও প্রয়োজন হয় না। শুধু পানিতে ডুবিয়ে রাখলেও হয়।
বার্ড অফ প্যারাডাইস
নানা রকমের ফুলের এই গাছ ঘরের ভিতরে খুব সহজে বাঁচে। খুব বেশি আলোর দরকার হয় না। তবে এর ক্ষেত্রে পানি দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে। খুব বেশি পানি গোড়ায় জমে থাকলে এই গাছ মরে যেতে পারে। একমাত্র তখনই পানি দিতে হবে, যখন মাটি শুকিয়ে যাবে। আর কোনও বাড়তি যত্নের প্রয়োজন হয় না।