• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপচর্চায় পাকা পেঁপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০২:২৬ পিএম
রূপচর্চায় পাকা পেঁপে

পাকা পেঁপে এমন একটি ফল যেটি খাওয়া থেকে রুপচর্চা সবকাজেই লাগে। প্রতিদিনের রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করলে ত্বক শুধু উজ্জ্বল হবে না, ত্বকের নানা সমস্যাও দূর হবে। চলুন জেনে নিই পাকা পেঁপের 

ব্যবহার—

  • সপ্তাহে ৩ থেকে ৪ বার পেঁপের নরম পাকা অংশ হাতের তালুতে চটকে নিয়ে মুখে, ঘাড়ে, হাতে এবং পায়ে ভাল করে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে।
  • একটি পাতিলেবুর রসের সঙ্গে অর্ধেক কাপ পাকা পেঁপে চটকে মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি মুখে ব্রাশের সাহায্যে ভাল ভাবে লাগিয়ে নিন। ৩০মিনিট পর শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করুন। ত্বকের ময়লা দূর করতে দারুণ সাহায্য করবে এই ফেসপ্যাক।
  • এক কাপ সবুজ পেঁপে ব্লেন্ডার এ ব্লেন্ড করে নিন সাথে ১ চা চামচ ভিটামিন ই তেল, মধু এবং টকদই মিলিয়ে নিন। মুখে মেখে ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ফেলুন।
  • পেঁপের বিভিন্ন উপকারি এনজাইম মুখের রোদে পোড়া দাগ এবং কালো ভাব দূর করতে সাহায্য করে। নাক বা থুতনির কালো দাগ, কনুই বা হাঁটুর কালো দাগসহ বিভিন্ন দাগ দূর করে পেঁপের এনজাইম।
Link copied!