গরম এলেই ত্বকে ব্রণের সমস্যা বেড়ে যায়। ধুলোবালি, ঘাম থেকে ব্রণ বেশি হয়। ব্রণ সারাতে কত রূপচর্চাই না করা হয়। বিভিন্ন প্রসাধনী, ওষুধ লাগিয়ে প্রতিকার খুঁজেন অনেকে। তবুও ব্রণের সমস্যা কমে না। ঘরোয়া উপাদান ব্যবহার করেও সমাধান মিলে না। এমনকি অনেকে ব্রণ সারাতে ত্বকে রসুনও ব্যবহার করেন। যা উপকারের চেয়ে অপকারই বেশি হতে পারে।
অনেকের ধারণা, রসুন ব্যবহার করে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্রণের সমস্যা বেশি হলে কয়েক কোয়া রসুন খেলে উপকার পাওয়া যায়। আবার অনেকে রসুনের কুঁড়ি থেকে পেস্ট প্রস্তুত করে মুখে লাগান। যা ব্রণ থেকে মুক্তি দেয় বলে অনেকে পরামর্শ দেন। তবে অনেক বিশেষজ্ঞের মতে এই পদ্ধতি উপকারী নাও হতে পারে।
বিশেষজ্ঞরা জানান, রসুন পুষ্টিগুণে ভরপুর। তবে তা ত্বকের জন্য উপকারী নাও হতে পারে। রসুনে প্রদাহনাশক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকে। যা ব্যাক্টেরিয়ার বৃদ্ধি আটকে দেয়। তবে রসুন ত্বকে ঘষলে মুখে জ্বালাভাব বেড়ে যেতে পারে। বিশেষ করে ব্রণের ওপর ঘষলে জ্বালাভাব বেশি হবে। এমনকি মুখে কালো ছোপ হতে পারে।
বিশেষজ্ঞরা আরও জানান, রসুন ব্যবহার না করে ব্রণ সারাতে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত সিরাম ব্যবহার করা উপকারী হতে পারে। ত্বকের যে অংশে ব্রণ হয়েছে সেখানে সিরাম লাগিয়ে দিন। রাতের ঘুমানোর আগে এটি ত্বকে লাগিয়ে রাখুন। সারারাত লাগিয়ে রাখলে উপকার পাবেন। তবে এই সিরাম নিয়মিত ব্যবহার না করাই ভালো। হঠাৎ ত্বকে ব্রণ হলে এই সিরাম ব্যবহার করুন। এতে দ্রুত ব্রণ সেরে উঠবে।
এছাড়াও ব্রণের সমস্যা কমাতে নিয়মিত মুখ পরিষ্কার রাখা জরুরি। দিনের সময় ধুলোবালি জমে থাকলে ব্রণের সমস্যা বেশি হবে। তাই ঘরে ফিরেই মুখ পরিষ্কার করে নিতে হবে। ত্বক অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করতে হবে। এতে ত্বকে ব্রণের সমস্যা অনেকটাই কমে যাবে।