• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

লাইলাতুল কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৮:০৬ পিএম
লাইলাতুল কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন
ছবি: সংগৃহীত

লাইলাতুল কদর ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। পরিত্র মাহে রমজানের এই রাতটি হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। মহিমান্বিত ওই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। 
কোরআনে ওই রাতের বর্ণনা এসেছে সুরা কাদরে। আল্লাহ বলেন, "নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি ‘লাইলাতুল কদরে।’ তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী? ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত। (সুরা কাদর: ১-৫)"

রমজান মাসেই লাইলাতুল কদরের রাত রয়েছে। তবে কোন রাতটি লাইলাতুল কদর তা সুনির্দিষ্ট করে বল হয়নি।

নবিজি (সা.) বলেছেন, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের একটি রাত। যে কারণে তিনি রমজানের শেষ দশকে ইতেকাফে কাটাতেন।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন এবং বলতেন, আপনারা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে অনুসন্ধান করুন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, " আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, তারপর আমার পরিবারের একজন আমাকে জাগিয়ে দিলেন, ফলে আমি তা ভুলে গেলাম। আপনারা লাইলাতুল কদর রমজানের শেষ দশ রাতে অনুসন্ধান করুন। (সহিহ মুসলিম)

আয়েশা (রা.) থেকে আরও বর্ণিত রয়েছে- আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোতে আপনারা লাইলাতুল কদর অনুসন্ধান করুন। (সহিহ বুখারি) অর্থাৎ রমজানের শেষ দশকের যে কোনো একটি রাত অথবা ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজানের দিবসপূর্ব রাতের কোনো একটিতেই লাইলাতুল কদর পাওয়া যাবে।

মুসলিমগণ রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে আল্লাহ তাআলার ইবাদতে কাটান। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা করেন। এই রাতে নফল নামাজ, জিকির ও দোয়া বেশি করে করতে হয়।

নবিজি (সা.) নিজের স্ত্রী আয়েশাকে (রা.) লাইলাতুল কদরে এ দোয়াটি বেশি পড়তে বলেছেন, "আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।" অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন। তাই আপনি আমাকে ক্ষমা করে দিন।

Link copied!