• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপচর্চা ছাড়াও যে কাজে উপকারী গোলাপজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:৪২ পিএম
রূপচর্চা ছাড়াও যে কাজে উপকারী গোলাপজল

ত্বকের যেকোনো সমস্য়ার সমাধান দিবে গোলাপজল। সব ধরনের ত্বকের ফেসপ্যাক বা স্ক্রাবার বানাতে গোলাপজল প্রধান উপকরণ হিসাবে থাকে। এটি ত্বকের উজ্জ্বলতা, মসৃণতা ধরে রাখে। ত্বকের যত্নে গোলাপজল তো কাজ করেই, এটি ব্যবহারে পাওয়া যাবে আরও উপকার। রূপচর্চা  ছাড়াও গোলাপজল যে বিশেষ দিকে উপকার দিবে তা জানাব এই আয়োজনে।

  • বাজারে বিভিন্ন কোম্পানির প্রসাধনী পাওয়া যায়। প্রতিটি ত্বকের জন্য় রয়েছে হাজারো রকমের প্রডাক্ট। এগুলো থেকে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কিন্তু গোলাপজল ব্যবহারে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। এটি নিরাপদ।
  • ঘুমের সমস্যা হলে চোখের নিচে ডার্ক সার্কেল পরে বা নিচের অংশটা ফুলে যায়। এর থেকে রেহাই পেতে গোলাপজল ব্যবহার করতে পারেন।
  • ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখে ব্যথা অনুভব হতে পারে। এই ব্যথা উপশমে গোলাপজল ব্যবহার করতে পারেন। আইক্রিম কিনে টাকা অপচয় না করে গোলাপজল ব্যবহার করুন।
  • প্রচণ্ড গরমে শরীরে ঘামের দুর্গন্ধ হয়। এমনকি চুলেও ঘাম হয়ে দুর্গন্ধ হতে পারে। সেই দুর্গন্ধ থেকেও মুক্তি দিবে গোলাপজল। গরমে  খানিকটা প্রশান্তিও পাবেন এটি ব্যবহারে।
  • গোলাপজল দুশ্চিন্তাও কমাবে। এর সুগন্ধি আপনার মাথায় প্রশান্তি দিবে। এর জন্য় আপনাকে এমন কিছু মোমবাতি কিনতে হবে যেখানে গোলাপজল মিশিয়ে নেওয়া যাবে। এবার মোমবাতি জ্বালিয়ে নিলে সুগন্ধি ছড়াবে। যা আপনার মনকে স্নিগ্ধ করবে।
  • প্রচণ্ড গরমে অনেকের ত্বকে চুলকানি বা ফুসকুড়ি হয়ে লালচে হয়ে যায়। ত্বকের সেই স্থানে গোলাপজল লাগিয়ে নিন। সেড়ে যাবে।
  • রোদে পোড়াভাব দূর করতে গোলাপজলের ব্যবহার তো অনেকেই জানি। পোড়াভাব দূর করতে বানানো ফেসপ্যাকে গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। অনেকটাই কমে যাবে।
  • ত্বকের জেল্লা বা উজ্জ্বলতা ফেরাতে গোলাপজল বেশ উপকার।
  • গরমে শুষ্ক ত্বকে প্রতিদিন গোলাপজল ব্যবহার করুন। ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
Link copied!