• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের আগে ত্বকের যত্নে হোমমেড স্ক্রাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ১১:০৭ এএম
বিয়ের আগে ত্বকের যত্নে হোমমেড স্ক্রাব

বাঙালি ঘরে বিয়ের মৌসুম এসে গেছে। এ সময়টা বিয়ের জন্য একদম মানানসই। তবে শীতে ত্বক উজ্জ্বলতা কিছুটা হ্রাস পায়। আবার নতুন কনে বিয়ের মানসিক চাপে পড়েও আনেক সময় যত্ন নিতে পারেন না, নিজের ত্বকের। কিন্তু বিয়ের দিন তো নিজেকে সবথেকে বিশেষ করে তুলতেই হবে। তাই প্রয়োজন বাড়তি যত্নের।  

এ সময়টাতে ত্বকের যত্নে ভরসা রাখতে পারেন নানারকম হোমমেড স্ক্রাবের ওপর। যথাযথ এক্সফোলিয়েশন ছাড়াও এই হোমমেড স্ক্রাব ত্বকের নারিশ করে এবং যোগায় এসেনশিয়াল ময়েশ্চার। তাই একদিকে যেমন ত্বকের কোষ রিজেনারেশনের হার বাড়ে, অন্যদিকে ত্বক হয় কোমল ও উজ্জ্বল। স্ক্রাব ত্বকের ট্যান, কালচেভাব, অবাঞ্চিত দাগ-ছোপ কমাতেও যথেষ্ট উপকারি।

চলুন তবে জেনে নেয়া যাক হবু কনের ত্বকের যত্নে ৬টি হোমমেড স্ক্রাব

আমন্ড ও অ্যাভোকাডো স্ক্রাব

এই স্ক্রাব ড্রাই স্কিন ময়েশ্চারাইজ ও নারিশ করে। তাছাড়া ত্বককে মোলায়েম করে আনে উজ্জ্বলতা। শুধু মুখে নয়, এই স্ক্রাব ব্যবহার করুন আপনার পুরো শরীরে। বিয়ের আগে মাসখানেক আমন্ড ও অ্যাভোকাডো স্ক্রাব সপ্তাহে ২-৩ দিন মাখুন। পরিবর্তন আপনি নিজেই টের পাবেন।

একটা পাকা অ্যাভোকাডোর সঙ্গে মেশান ১/৩ কাপ গুঁড়ো করা আমন্ড এবং ১ কাপ গুঁড়ো করা ওটমিল। এবার হালকা হাতে মাসাজ করে ধুয়ে নিন।

গ্রিন টি স্ক্রাব

গ্রিন টি-এর অ্যান্টি এজিং প্রপার্টি যোগ হোক হবু কনের রূপচর্চাতেও। গ্রিন টি শরীরকে ভিতর থেকে সজীব করে।

১/২ কাপ ফুটন্ত গরম পানিতে ১টি গ্রিন টি ব্যাগ চুবিয়ে রেখে ঠান্ডা হতে দিন। অন্য একটি পাত্রে ২ টেবল চামচ অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবল চামচ চিনি। এর সঙ্গে মেশান একটি অব্যবহৃত গ্রিন টি ব্যাগের পুরো চা পাতা। এবার যোগ করুন আগে থেকে করে রাখা ঠান্ডা চা। এই মিশ্রণ দিয়ে হালকা হাতে স্ক্রাব করুন মুখ এবং পুরো বডি। ধুয়ে ফেলুন পানি দিয়ে।

টমেটো স্ক্রাব

হাতে সময় কম আর স্কিনে ট্যানও পড়েছে। তাহলে ব্যবহার করুন এই টমেটো স্ক্রাব। প্রতিদিন বা একদিন পরপর গোসলের আগে টমেটো স্ক্রাব ব্যবহারে দূর হবে রোদের পোড়া দাগও।

কিছুটা ওটস আর কিছুটা চিনি মিক্সারে গুঁড়ো করে মিশিয়ে নিন। একটা পাকা টমেটো নিয়ে তার থেকে দুটো মোটা স্লাইস কেটে নিন। এই টমেটো স্লাইস ওটস আর চিনির মিশ্রণে কোট করে ত্বকে সার্কুলার মোশনে ঘোরান। ৪-৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন। টমেটো ন্যাচারাল ব্লিচিং এজেন্ট, যা ত্বকে আনে উজ্জ্বলতা।

পুদিনা ফুট স্ক্রাব

বিয়ের কনের কেবল মুখ সুন্দর হবে, তাতো নয়। পায়েরও যত্ন নিতে হবে বিয়ের আগে। তাই জেনে নিন হবু কনের সুন্দর পায়ের রহস্য। পুদিনায় রয়েছে ন্যাচারাল স্কিন ইনভিগোরেটিং প্রপার্টি, তাই পায়ের ট্রিটমেন্টর জন্য এটি অত্যন্ত উপকারী।

১ কাপ সি-সল্টের সঙ্গে মেশান অর্ধেক কাপ অলিভ, নারকেল বা আমন্ড অয়েল। এতে অ্যাড করুন ৮-১০ ফোঁটা পুদিনা এসেনশিয়াল অয়েল এবং ১ টেবল চামচ পুদিনা পাতার রস। এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে পায়ের স্ক্রাবের ক্ষেত্রে ব্যবহার করুন।

অরেঞ্জ স্ক্রাব

ঘরোয়া রূপচর্চায় কমলা লেবুর খোসার ব্যবহার বেশ পুরনো। আর এই ভরসাযোগ্য ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করুন এফেক্টিভ ফেস ও বডি স্ক্রাব।

এক্ষেত্রে ২ টেবল চামচ অরেঞ্জ পিল পাউডার (কমলা লেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন) এবং ২ টেবল চামচ ওটস-এর সঙ্গে ১ টেবল চামচ মধু মেশান। সঠিক ঘনত্ব পেতে যোগ করুন প্রয়োজন মতো অ্যালকোহল ও গোলাপ জল। এই মিশ্রণ দিয়ে স্ক্রাব করুন মুখ এবং বডি। ২ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।

স্ক্রাবার নিয়ে কিছু কথা মনে রাখা জরুরি-

  • এই স্ক্রাবগুলো শুরু করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো, কারণ সব স্ক্রাব আপনার ত্বকের জন্য সঠিক নাও হতে পারে।
  • স্ক্রাবিং করার সময় হালকা হাতে মাসাজ করতে হবে এবং কম সময়ের জন্য।
  • মুখে স্ক্রাবিং করার সময় চোখের চারপাশের জায়গা এড়িয়ে যান। কারণ চোখের চারপাশের ত্বক ভীষণ পাতলা হয়, সেক্ষেত্রে স্ক্রাবিং করলে ক্ষতি হতে পারে।
  • স্ক্রাবিং-এর পরে অবশ্যই পছন্দসই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
Link copied!