Roam-এর তৈরি একটি সৌরচালিত মোটরসাইকেল ১৭ দিনে আফ্রিকা মহাদেশজুড়ে ৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। বাইকটি কেনিয়ার নাইরোবি থেকে যাত্রা শুরু করে দক্ষিণ আফ্রিকার স্টেলেনবোশে যাত্রা শেষ করে। দুটি সহায়ক যান নিয়ে অভিযানটি শুরু হয়েছিল গত ২৯ সেপ্টেম্বর, শেষ হয় ১৬ অক্টোবর।
দীর্ঘ এই পথ পাড়ি দিতে কোনো তেল-পেট্রল লাগেনি। কারণ বাইকটি ছিল বৈদ্যুতিক। আর এর উৎস সৌরশক্তি। পুরো যাত্রা পথে তাকে তেল-পেট্রলে জন্য থামতে হয় নি। পুরো সময়ে মোটরসাইকেলটিকে সোলার প্যানেল চার্জিং সিস্টেম দিয়ে চার্জ দেওয়া হয়েছে। আর এর মাধ্যমে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে চার্জিং অবকাঠামো কম থাকা সত্ত্বেও দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার সক্ষমতার বিষয়টি সামনে এসেছে।
Roam পণ্যের মালিক মাসা কিটুয়ি ছিলেন এই অভিযানের অন্যতম চালক। কিটুয়ি ছাড়াও বাইকটি চালিয়েছেন স্টেলেনবোশ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থী স্টিফান ল্যাকক। তারা তাদের যাত্রাপথে একটি সহযোগী গাড়ি ব্যবহার করেছে।
বাইকটি এক চার্জে সর্বোচ্চ ১১৩ কিলোমিটার ভ্রমণ করেছে। যাত্রা সম্পর্কে মাসা কিটুয়ি বলেন, আমরা চেয়েছিলাম আগে থেকেই ইনস্টল করা চার্জিং অবকাঠামো ছাড়া কীভাবে সাব-সাহারান আফ্রিকার বাধা পেরিয়ে ভ্রমণ করা সম্ভব সেটি দেখতে।
আর এই পুরো যাত্রায় সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে আবহাওয়া। এ সম্পর্কে কিটয়ি বলেন, আমরা তো সবসময় সূর্যের আলো নিজের ইচ্ছে মতো পেতে পারি না তাই সূর্যের আলো ভালো ভাবে পেতে সবসময় আমাদের বিকল্প পথ খুঁজে চলতে হয়েছে।
যাত্রার সময় বাইকটির একেকটি ব্যাটারি সর্বোচ্চ ১১৩ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়েছে। আর ভ্রমণের শেষ ১৮ ঘণ্টায় ১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।