• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

জেন আলফাদের মুখে নতুন শব্দ, বুঝতে হিমশিম খাচ্ছে পুরোনো প্রজন্ম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৭:০২ পিএম
জেন আলফাদের মুখে নতুন শব্দ, বুঝতে হিমশিম খাচ্ছে পুরোনো প্রজন্ম
সূত্র: সংগৃহীত

২০১০ থেকে ২০২৪ পর্যন্ত যারা জন্মেছে, তারাই জেনারেশন আলফা। নতুন প্রজন্ম জেন বিটা শুরু হলেও এখনও আলোচনায় রয়েছে জেন আলফারা। ২১ শতকে জন্ম নেওয়া এই প্রজন্মের শব্দের ব্যবহারে রীতিমতো হোঁচট খাচ্ছেন মিলেনিয়ালরা।

জেন আলফা প্রজন্মও প্রযুক্তির হাত ধরে বড় হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গী হবে এরাও। ডিজিটাল এনভায়রনমেন্টে বড় হচ্ছে তারা। তাই তাদের ‘নিজস্ব ভাষা’তৈরি হয়েছে। যা বুঝতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে জেন জি ও মিলেনিয়ালরা।

২১ শতকের এই প্রজন্ম প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়ার মধ্যেই বড় হচ্ছে। যার প্রভাব ছোট থেকেই তারা নিজস্ব কিছু ভাষা তৈরি করছে। ভাব প্রকাশে ব্যবহার করছে নতুন কিছু শব্দ।

মর্নিং কনসাল্টের সমীক্ষায় দেখা যায়, জেন আলফা প্রজন্মের ২৯ শতাংশ বাচ্চার ভাষা বুঝতে পারে না অভিভাবকরা। বিশেষ করে ৮-১০ বছরের বাচ্চারা কী শব্দ ব্যবহার করছে, তা বুঝতে গিয়ে চমকে যাচ্ছেন প্রায় ৪৩ শতাংশ বাবা-মা। জেন আলফা প্রজন্মের বাবা-মারা হচ্ছেন বেশিরভাগই মিলেনিয়াল প্রজন্মের। তাই প্রজন্মের ভেদাভেদ বাচ্চাদের নতুন শব্দের ব্যবহার রীতিমতো অবাক করছে অভিভাবকদের।

জেন আলফা প্রজন্মের মধ্যে ‘রিজ’, ‘বেট’, ‘সাস’, ‘বুসিন’, ‘ক্যাপ’, ‘গিইয়ট’, ‘সিগমা’, ‘ল’, ‘ফ্যানুম ট্যাক্স’, ‘টি’— এমন অসংখ্য শব্দভাণ্ডারের ব্যবহার দেখা যাচ্ছে। ‘রিজ’ বলতে তারা আকর্ষণকে বোঝাচ্ছে, সাস মানে সাসপিসিয়াস, ‘নো ক্যাপ’ –এর অর্থ হচ্ছে মিথ্যে না বলা, ‘সিগমা’ ব্যবহার হচ্ছে স্বাধীন, আত্মবিশ্বাসীর বোঝাতে। এমন অনেক শব্দভাণ্ডার এখন ব্যবহার করছে জেন আলফারা। যা মিলেনিয়ালদের বোধগম্যের বাইরেই থেকে যাচ্ছে।

জেন আলফার মধ্যে এসব শব্দের ব্যবহার বেশি হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। বয়স ৬ বছর পার না হতেই জেন আলফা প্রজন্মের হাতে দেখা যাচ্ছে ট্যাবলেট। প্রায় ৪৩ শতাংশ জেন আলফা প্রজন্মের শিশুরা ট্যাবলেট হাতেই বড় হচ্ছে। ১০ বছর বয়স হলেই স্মার্টফোন ব্যবহার করছে। যা প্রায় ৫৮ শতাংশ। প্রতিদিন অধিকাংশ সময় কাটাচ্ছে ইউটিউবে কিংবা টিকটকে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের দাবি করা হয়, সোশ্যাল মিডিয়ার প্রতি জেন আলফাদের অতিরিক্ত আকর্ষণের কারণেই নিজের পরিবারের চেয়ে ইনফ্লুয়েন্সারদের কথায় বেশি প্রভাবিত হচ্ছে।

ইমার্কেটারের এক সমীক্ষার তথ্য অনুযায়ী, ৩ কোটি ৬০ লাখের বেশি বাচ্চা, যাদের বয়স ১১ বছরের মধ্যেই তারা প্রতি মুহূর্তেই ইন্টারনেট ব্যবহার করছে। ৬৫ শতাংশ বাচ্চারা, যাদের বয়স ৮ থেকে ১০ বছর তারা দিনের ৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়াতেই সময় কাটাচ্ছে। আর ৪৪ শতাংশ জেন আলফা নিয়মিত টিকটক ব্যবহারকারী। ৩০ শতাংশ বাচ্চা প্রতিদিন অন্তত ২ ঘণ্টা ইউটিউবের শর্টস দেখে সময় কাটাচ্ছে।

ইন্টারনেটের অধিক ব্যবহারের কারণেই জেন আলফাদের জীবনে নতুন কালচার সহজেই ঢুকে পড়ছে। তারা নিত্যনতুন শব্দের সঙ্গে পরিচয় হচ্ছে এবং এগুলোর ব্যবহার করছে। যা সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে।

Link copied!