আধুনিক যুগে অনলাইন ডেটিং এখন বেশ চর্চায় থাকে। আগের দিনে ডেটিং মানে ছিল মুখোমুখি দেখা হওয়া। কোথাও সময় কাটানো। আর এখন অনলাইন ডেটিং হয় বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ঘরে বসেই অনলাইনে ডেটিং করা যায়। পছন্দের মানুষের সঙ্গে গল্প করা যায়। সময় কাটানো যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, অনলাইন ডেটিংয়ের চাহিদা দেখে সম্প্রতি চালুও হয়েছে ডেটিং অ্যাপ।
সঙ্গী খুঁজে নিতে অনেকেরই এখন ডেটিং অ্যাপে ভরসা করছেন। যেখানে নিজের পছন্দ অনুযায়ী সঙ্গী বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এমনকি সমকামী যারা, তারাও নিজেদের পছন্দের মানুষকে বেছে নিতে পারেন। শুধু প্রেমের জন্যই নয়, শুধু বন্ধুত্ব করতেও যারা আগ্রহী তাদের জন্যেও থাকে আলাদা ব্যবস্থা।
ডেটিং অ্যাপের প্রতি আগ্রহী এখন তরুণরা। তরুণ থেকে মধ্য বয়সী ছেলে-মেয়েরাও ডেটিং অ্যাপে সক্রিয় থাকেন। তবে মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি ডেটিং অ্যাপ ব্যবহার করে বলে গবেষণায় উঠে এসেছে।
ইন্টারন্যাশানাল জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় জানা যায়, মধ্য বয়সের পুরুষেরাই সবচেয়ে ডেটিং অ্যাপ ব্যবহার করেন। নারীদের তুলনায় মাঝ বয়সী পুরুষেরাই ডেটিং অ্যাপের নিয়মিত ব্যবহারকারী।
২৫ থেকে ৫০ বছর বয়সের ২৯৮ জনকে নিয়ে গবেষণা চালানো হয়। ডেটিং অ্যাপ ব্যবহার নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরের ভিত্তিতে গবেষকরা সিদ্ধান্তে পৌঁছান। গবেষকরা জানান, নারীদের তুলনায় পুরুষেরা ডেটিং অ্যাপ বেশি ব্যবহার করছেন এবং দীর্ঘ সময় কাটাচ্ছেন।
ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা বিভিন্ন ধরণের মানসিকতা হয়ে থাকেন। কেউ সিরিয়াস রিলেশনশিপের খোঁজে থাকেন। আবার কেউ সময় কাটানোর জন্য ডেটিং অ্যাপ ব্যবহার করেন।
গবেষণায় আরও উঠে এসেছে, ডেটিং অ্যাপ ব্যবহারকারীর অধিকাংশই ক্যাজুয়াল সেক্সের খোঁজে থাকেন। ফ্রেন্ডস উইথ বেনেফিটস, নো স্ট্রিং অ্যাটাচড থেকে শুরু করে ওয়ান নাইট স্ট্যান্ডের মতো সম্পর্কগুলোই ডেটিং অ্যাপের মাধ্যমে বেশি ঘটে। আর এদের মধ্যে নারীদের তুলনায় পুরুষদের সংখ্যাই বেশি। কারণ অধিকাংশ পুরুষই কমিটমেন্ট করতে চান না কিংবা দীর্ঘস্থায়ী সম্পর্কেও থাকতে চান না। তাই তারা ডেটিং অ্যাপেই বেশি সময় কাটাতে পছন্দ করেন।