• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুব কম সময়ে মেকআপ করার কৌশল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৫:০৯ পিএম
খুব কম সময়ে মেকআপ করার কৌশল

ব্যস্ত জীবনের প্রতিটি ঘণ্টাই যেন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কাজেই থাকে তাড়াহুড়ো। কারণ সময়মতো শেষ করতে না পারলে পরের কাজ রয়ে যাবে বাকি। এসব ক্ষেত্রে তুলনামূলকভাবে নারীদের চাপটা একটু বেশিই থাকে বটে। 

নানান অজুহাতে নিজের প্রতি অবহেলাটাই হয়ে যায় বেশি। কর্মক্ষেত্রে হোক বা অন্যান্য কাজে পৌঁছানোর তাড়াহুড়োতে ঠিকমতো মেকআপটুকু করারও সময় থাকে না অনেকের। ফলে চেহারায় পড়ে যায় ক্লান্তির ছাপ। 

আজ জানিয়ে দেব হাতে সময় কম থাকলে সেক্ষেত্রে কত দ্রুত মেকআপ করা যায় তারই কিছু টিপস। চলুন জেনে নেওয়া যাক-


প্রথমেই ত্বক ভালোভাবে পরিষ্কার করে প্রথমে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তারপর ডার্ক সার্কেল বা কোনো দাগ- ছোপ থাকলে, ময়েশ্চারাইজারের পর কনসিলার ব্যবহার জরুরি। এরপর হালকা কোনো ফাউন্ডেশন বা বি বি ক্রিম লাগাতে হবে। 

এখন আই ভ্রু পেন্সিল ব্যবহার করে ভ্রু সাজান। এবার মাসকারা ব্যবহার করুন। চোখের পাতার ঘনত্ব অনুযায়ী মাসকারার স্ট্রোক দিতে হবে। 

স্কিনটোনের সঙ্গে মানানসই হালকা ব্লাশ ব্যবহার করতে পারেন। সবশেষে থাকবে লিপ কালার। মুখের সঙ্গে মানানসই লিপস্টিক ব্যবহার করুন। মেকআপ শেষে সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হয়। 

Link copied!