সময়েরর সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় মেকআপ লুকস। প্রতিবছরই ট্রেন্ড হয়ে আসে নতুন নতুন সব লুকস। এর মধ্যে একেক জন একেক রকম করে সাজতে পছন্দ করেন। কেউ কেউ নিজের আসল চেহারা ঠিক রেখে হালকা মেকআপ করে। আবার একেক লুককে একেক নাম দেওয়া হয়েছে। তবে এর মধ্যে কিছু কিছু ট্রেন্ড ভাইরাল হয়েছে। অনেকেই সেগুলোর আবার চর্চা করেছে। চলুন জেনে নেই, এবার যেসব লুকস সবার নজর কেড়েছে-
গ্লাস স্কিন (Glass Skin)
গ্লাস স্কিন বলতে বোঝানো হয়, কাচ যেমন মসৃণ ও স্বচ্ছ হয়ে থাকে; ঠিক তেমনই কোমল আর দাগহীন ত্বককে গ্লাস স্কিন হিসেবে সুন্দরীরা আখ্যা দিয়েছেন। এই লুক ২০২৪ সালের মেকআপ ট্রেন্ডে সবচেয়ে আলোচিত ছিল। এই লুকে, ত্বককে চকচকে এবং হাইড্রেটেড দেখানোর জন্য, হাইলাইটার, তরল হায়ালুরোনিক অ্যাসিড এবং প্রাইমার ব্যবহার করা হয়।
সফট গ্ল্যাম মেকআপ (Soft glam makeup)
হালকা রঙের আইশ্যাডো, লিকুইড ব্লাশ, ন্যুড লিপস্টিক এবং হাইলাইটার ব্যবহার করে করা হয় সফট গ্ল্যাম মেকআপ। এবছরের মেকআপ ট্রেন্ডে এই লুকও সবার নজর কেড়েছে।
বোল্ড মেকআপ চেহারা (Bold makeup look)
বোল্ড মেকআপ লুকও এবার বেশ ভাইরাল। এই লুকে আনতে উজ্জ্বল রঙের আইশ্যাডো, লিপস্টিক এবং ব্লাশ ব্যবহার করা হয়।
ফ্রেকলস মেকআপ চেহারা (Freckles makeup look)
সম্পূর্ণ অনন্য এবং আড়ম্বরপূর্ণ চেহারা দেয় ফ্রেকলস মেকআপ লুক। এ বছর এই লুকও ট্রেন্ডে রয়েছে।