• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিটকিরির জাদু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০২:৩৯ পিএম
ফিটকিরির জাদু

সহজলভ্য বস্তু ফিটকিরি। তবে অত্যন্ত প্রয়োজনীয় একটি পদার্থ। মূলত এটি একটি এটি খনিজ দ্রব্য। যা দেখতে অর্ধস্বচ্ছ কাচ সদৃশ। যার স্বাদ মিষ্টি ও কষা। ফিটকিরি পানিতে দ্রবণীয় এর প্রতি অণুতে ২৪ অণু কেলাস পানি বিদ্যমান। আগুনে তাপ দিলে গলে এটি তরল হয়ে যায়। তাপ অব্যাহত রাখতে কেলাস পানি উড়ে চলে যায়। লবণগুলো ফুলে ফেনার মতো ফুটতে থাকে। এরপর দানাদার গুড়ায় পরিণত হয়।

বিজ্ঞানীরা ল্যাবরেটরীতে কৃত্রিম ফিটকিরি তৈরি করেন। ফিটকিরি কয়েক প্রকার হয়। ওষুধে ব্যবহার করা ফিটকিরি লাল রংয়ের কাচ সদৃশ বা স্বচ্ছ হয়। শুধু ওষুধেই নয়, এটি নিত্যদিনের নানা কাজে ব্যবহৃত হয়। বলা যায়, হাতের কাছে ফিটকিরি থাকলে অনেক কাজের সমাধান মেলে। চলুন জেনে নেই ফিটকিরির নানা ব্যবহার নিয়ে।  

  • হঠাৎ রক্তপাত হলে তা বন্ধে কার্যকর ফিটকিরি। দাড়ি কাটতে গিয়ে বা যেকোনো আঘাতে রক্ত বের হলে ফিটকিরি ভিজিয়ে ঘষে নিন। মুহূর্তেই রক্ত বন্ধ হয়ে যাবে।
  • ঠাণ্ডা থেকে গলা ব্যথা হলে তা উপশমে ফিটকিরি ব্যবহার করুন। গরম পানিতে এক চিমটে লবণ ও ফিটকিরি গুড়ো করে মিশিয়ে নিন। যা দিয়ে কয়েকবার গার্গেল করুন। স্বস্তি পেয়ে যাবেন।
  • রূপচর্চায়ও ফিটকিরির জুড়ি নেই। মুখের শুষ্কতা, বলিরেখা দূর করতে ফিটকিরি খুব ভালো কাজ দেবে। মুখ ধুয়ে তাতে ফিটকিরি ঘষে নিন। অথবা ফিটকিরির গুড়ো পানিতে মিশিয়ে তা পুরো মুখে মেখে নিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। দেখবেন শুষ্কতা দূর হয়ে উজ্জ্বলতা বেড়েছে।
  • মুখের ব্রণ সমস্যার সমাধান মিলবে ফিটকিরিতে। এক চামচ মুলতানি মাটি, দু’চামচ ডিমের সাদা অংশ ও এক চামচ ফিটকিরি গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। সপ্তাহে  অন্তত ৩ দিন এভাবে মুখের যত্ন নিন ব্রণ কমে যাবে।
  • শিশুদের মাথায় উকুন হলে ফিটকিরি ব্যবহার করুন। পানিতে ফিটকিরি গুঁড়ো মিশিয়ে এর মধ্যে  একটু চা গাছের তেল (টি ট্রি অয়েল) মিশিয়ে নিন। এটি ১০ মিনিট ধরে মাথার ত্বকে (স্ক্যাল্পে) ম্যাসাজ করুন। এরপর শ্যাম্পু করে নিন। দ্রুত উপকার পাবেন।
  • ফিটকিরি অ্যান্টিব্যাকটেরিয়াল। এটি দাঁতেরও রোগ তাড়ায়। দাঁতের যন্ত্রণা, মুখে দুর্গন্ধ, মুখের গন্ধ হওয়া সবকিছু থেকে মুক্তি পেতে ফিটকিরি ব্যবহার করুন। গরম পানিতে ফিটকিরি গুলিয়ে কুলিকুচি করে নিলেও উপকার পাবেন।
  • মুখের ভিতরে কোনও ঘা হলে, সেখানে ফিটকিরি লাগান। মুখের ঘা তাড়াতাড়ি শুকোবে। তবে এই সময় মুখের লালা গিলে ফেলা যাবে না। তা বাইরে ফেলে দিতে হবে।
  • শরীরে ঘাম কমাতেও কাজ দেবে ফিটকিরি। গোসলের সময় এক টুকরো ফিটকিরি পানিতে ভালো করে মিশিয়ে নিন। সেই পানি দিয়ে গোসল করুন। টানা কিছুদিন গোসলের সময় ফিটকিরি ব্যবহার করুন। অতিরিক্ত ঘাম কমে আসবে। 
  • পানি পরিশোধিত করতে ফিটকিরির জুড়ি নেই। পানি পরিশোধিত করতে ফিটকিরি ছেড়ে দিন। এরপর ঢেকে রাখুন। সেই পানি পান করার উপযোগী হয়ে উঠবে। 
  • ফিটকিরি ডিওড্র্যান্ট হিসেবেও ব্যবহার করা যাবে। ফিটকিরির গুঁড়োর সঙ্গে গন্ধরস মেশান। এই দুইয়ের মিশ্রণে তৈরি হবে ডিওড্র্যান্ট।
Link copied!