ভালোবাসার রঙ সেজেছে পোশাকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৯:২৫ পিএম
ভালোবাসার রঙ সেজেছে পোশাকে
সূত্র: সংগৃহীত

বিগত কয়েক বছর ধরেই বসন্তের আগমন আর ভালোবাসার দিবসটি একসঙ্গেই উদযাপন হচ্ছে। উত্সব উদযাপনের পোশাকেও তাই দুইটি রঙই মিলে গেলে। ফাল্গুনরে মতোই  ভালোবাসা দিবসকে স্বাগত জানাতে বর্ণিল পোশাকের আয়োজন নিয়ে এসেছে দেশিয় ফ্যাশন হাউসগুলো।

বিশেষ দিনটিতে সুন্দর পোশাকে নিজেকে সাজিয়ে নিতে চায় সবাই। এবছরও ব্যতিক্রম নয়। ইতোমধ্যে পোশাক কেনার ধুম পড়ে গেছে। প্রিয় মানুষটির সামনে প্রিয় পোশাকে হাজির হতে কত আয়োজন থাকে। আবার প্রিয় মানুষটিকে প্রিয় পোশাক উপহার দেওয়ার ইচ্ছেটাও তো থাকে। সেই সব ভাবনা মাথায় রেখেই ভালোবাসার দিবস উপলক্ষে পোশাকে বিশেষ আয়োজন রাখা হয়েছে।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশের সব ফ্যাশন হাউসগুলোর ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ-এর থাকছে বিশেষ পোশাকের আয়োজন। ছেলে মেয়ে উভয়ের জন্যই নানান রকম পোশাক পাওয়া যাচ্ছে সেখানে। এই বছর ভালোবাসা দিবসে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মেয়েদের কামিজ, শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবির কালেকশনে। কেননা ভালোবাসার দিবসের সঙ্গে ফাল্গুন উত্সবও মিশে রয়েছে।

হালকা গরম থাকায় কটন, জ্যাকার্ট কটন ও হাফসিল্ক কাপড় দিয়েই এবার বেশিভাগ পোশাক তৈরি হয়েছে। কারণ এসব কাপড়ের পোশাক আরামদায়ক হয়। এমনকি বেশি গরম পড়লেও এসব পোশাক পরে আরাম পাবেন ক্রেতারা।

রঙ বাংলাদেশ-এর কর্নধার বিপ্লব সাহা জানান, ভালোবাসা যেমন সব ঋতুতেও তার আবেদন হারায় না,  ভ্যালেন্টাইন উপলক্ষে রঙ বাংলাদেশের কালেকশনও অন্য ঋতুতে ক্রেতা সমাদৃত হয়ে উঠবে।

এছাড়াও ভালোবাসা দিবসের পোশাকে রয়েছে সোনালি, কমলা, কোরাল রেডের ভ্যারিয়েশন। কালো রঙের সঙ্গে জুটি হয়ে থাকছে লাল রঙকেও দেখা যাচ্ছে। কাপড়ে প্রাধান্য পেয়েছে সুতি, ভিসকস, লিনেন।

প্রতিবছরের মতোই এবারও ভালোবাসা দিবস উপলক্ষে যুগল পোশাকের চাহিদা বেড়েছে। ফিউশনধর্মী আর নকশায় বিভিন্ন কাটিংয়ের আধিপত্য দেখা যাচ্ছে এসব পোশাকে। ডিজাইনের ক্ষেত্রে এমব্রয়ডারি, ব্লক, স্ক্রিনপ্রিন্টের কাজ রয়েছে। সালোয়ার-কামিজ, পাঞ্জাবি কিংবা শাড়ি সবকিছুতেই থাকছে ফেব্রিকস, ডিজাইন বা মোটিফের যুগল উপস্থাপনা। সালোয়ার-কামিজ আর কুর্তার প্যাটার্নে এবার থাকছে লং এবং গাউন স্টাইল।

রঙ বাংলাদেশ ছাড়াও দেশীয় ফ্যাশন হাউস আড়ং, অঞ্জনস, সারা, বাংলার মেলা, প্রবর্তনা, নগরদোলা, বিবিআনা, নিত্য-উপহারে রয়েছে ভালোবাসা দিবসের নানা পোশাক। এছাড়াও নন-ব্র্যান্ডের আকর্ষণীয় পোশাক পেয়ে যাবেন রাজধানীসহ পুরো দেশের অভিজাত সুপার মলের দোকানে।

Link copied!