• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০, ১৫ শা'বান ১৪৪৬

ফাল্গুনে ভালোবাসার সাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০২:৩৫ পিএম
ফাল্গুনে ভালোবাসার সাজ
ছবি: সংগৃহীত

ফাল্গুন মানেই প্রকৃতিতে নতুন বসন্তের আগমন। এই ঋতুর স্পর্শে গাছের ডালে ডালে ফুল ফোটে, বাতাসে ছড়িয়ে পড়ে মিষ্টি সুবাস। ফাল্গুনের সঙ্গে মিশে থাকে ভালোবাসা দিবসের আবহ, যা বিশেষ সাজ-পোশাকে উদযাপন করার জন্য আদর্শ সময়। এই সময়ে ফ্যাশনে আসতে পারে রঙের ছটা, আরামদায়ক পোশাক, আর স্বতঃস্ফূর্ততা।

রঙের ব্যবহার
ফাল্গুনের সাজে প্রধান গুরুত্ব পায় রঙের ব্যবহার। হলুদ, কমলা, গোলাপি, লাল এবং ম্যাজেন্টার মতো উজ্জ্বল রঙগুলো ফাল্গুন ও ভালোবাসা দিবসের সঙ্গে দারুণ মানিয়ে যায়।

নারীদের সাজ
ফাল্গুনের প্রথম দিন বা বসন্ত উৎসবে হলুদ বা বাসন্তী রঙের শাড়ি পরা বেশ জনপ্রিয়। সুতির হালকা শাড়ি বা খাদ্দি শাড়ি হতে পারে ভালো পছন্দ। ভালোবাসা দিবসের জন্য লাল, গোলাপি বা ম্যাজেন্টা রঙের শাড়ি, গাউন বা লং কামিজ পরা যেতে পারে। ফুলের নকশা থাকা লেহেঙ্গা বা ফ্লোরাল ড্রেসও দারুণ মানায়। 
হাতে ফাতুয়া বা কাঁচের চুড়ি পরতে পারেন। লাল বা হলুদ চুড়ি ফাল্গুনের আবহে সুন্দর লাগে। কানে বড় ঝুমকা বা ফ্লোরাল ইয়ারিংস মানানসই। গলায় ফুলের মালা বা হালকা লকেট ফ্যাশনে বাড়তি সৌন্দর্য যোগ করে। চুলে বাসন্তী ফুলের গুঁজে দেওয়া সাজে উৎসবের আমেজ আনে।
ফাল্গুনে হালকা, প্রাকৃতিক মেকআপই বেশি মানানসই। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে হালকা ফাউন্ডেশন বা বিউটি ক্রিম ব্যবহার করুন। চোখে হালকা আইলাইনার এবং মাসকারা লাগিয়ে একটি প্রাকৃতিক লুক আনুন। ঠোঁটে লাল বা গোলাপি ম্যাট লিপস্টিক ব্যবহার করলে সাজ পূর্ণতা পায়।
গালে হালকা ব্লাশ দিয়ে উজ্জ্বলতা বাড়িয়ে তুলুন।
খোলা চুলে বাসন্তী বা গোলাপি ফুল গুঁজে দিন।
চাইলে হালকা বেণি বা খোঁপার স্টাইলও মানানসই।

পুরুষদের সাজ
ফাল্গুনে সাদা বা বাসন্তী রঙের পাঞ্জাবি খুব জনপ্রিয়। এর সঙ্গে পায়জামা বা জিন্স মানানসই।
ভালোবাসা দিবসে লাল বা ডিপ ম্যারুন শার্ট, কুর্তা বা পাঞ্জাবি পরা যেতে পারে। চাইলে ফ্লোরাল প্রিন্টের হালকা ব্লেজার দিয়ে সাজে নতুনত্ব আনতে পারেন। হাতে একটি হালকা ব্রেসলেট বা স্টাইলিশ ঘড়ি পরা যেতে পারে। চাইলে পাঞ্জাবির সঙ্গে একটি ফ্যাশনেবল স্কার্ফ ব্যবহার করা যেতে পারে। জুতার ক্ষেত্রে লোফার বা ট্র্যাডিশনাল নাগরা পরা ভালো। ত্বক পরিষ্কার রাখুন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। চাইলে ফেস পাউডার দিয়ে ত্বকের অতিরিক্ত তেল দূর করা যেতে পারে। হালকা জেল দিয়ে চুল সেট করুন। চুল ছোট ও ছাঁটা রাখুন এবং জেল দিয়ে হালকা সেট করুন।

ফাল্গুনে ভালোবাসার সাজ মানে শুধু পোশাক নয়, বরং এটি আত্মবিশ্বাস এবং আনন্দের প্রকাশ। রঙিন পোশাক, প্রাকৃতিক মেকআপ এবং সামঞ্জস্যপূর্ণ ফ্যাশন অ্যাক্সেসরিজ আপনাকে ফাল্গুন ও ভালোবাসা দিবসে আকর্ষণীয় করে তুলবে। নিজের মতো করে সাজুন এবং বসন্তের রঙে মিশে ভালোবাসার মুহূর্ত উপভোগ করুন।

Link copied!