• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০, ২৪ শা'বান ১৪৪৬

বইমেলায় বই কেনার আগে জানুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:৩২ এএম
বইমেলায় বই কেনার আগে জানুন
ছবি: সংগৃহীত

বইমেলা বইপ্রেমীদের জন্য একটি বিশেষ আয়োজন। এখানে নতুন বইয়ের সন্ধান মেলে, লেখকদের সঙ্গে সাক্ষাৎ করা যায় এবং বই সংগ্রহের সুযোগ পাওয়া যায়। তবে বই কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। যাতে অর্থ ও সময়ের সঠিক ব্যবহার হয় এবং উপযুক্ত বই সংগ্রহ করা যায়। বইমেলায় বই কেনার আগে কী কী বিষয় বিবেচনা করা উচিত, চলুন জেনে আসি।

কী বই কিনবেন
বইমেলায় গিয়ে না ভেবে-চিন্তে বই কেনা অনেক সময় বাজেটের অপচয় ঘটাতে পারে। তাই কিছু পরিকল্পনা করা জরুরি। পছন্দের লেখক ও বইয়ের তালিকা তৈরি করুন। কোন লেখকের বই কিনতে চান, কোন ধরনের বই প্রয়োজন, সেগুলোর একটি তালিকা আগে থেকে তৈরি করলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

বাজেট নির্ধারণ করুন
বইমেলায় প্রচুর আকর্ষণীয় বই থাকায় না ভেবে কিনতে গেলে বাজেটের বাইরে চলে যেতে পারে। তাই আগে থেকেই একটি নির্দিষ্ট বাজেট ঠিক করা ভালো।

মেলার তারিখ ও স্টল নম্বর জানুন
কোন প্রকাশনীতে কোন বই পাওয়া যাবে, তা আগে থেকে জেনে রাখুন। এতে সময় বাঁচবে এবং ভিড় এড়ানো যাবে।

প্রকাশনী ও লেখক সম্পর্কে জানুন
বই কেনার আগে লেখক ও প্রকাশনার মান যাচাই করা প্রয়োজন। বিশ্বস্ত প্রকাশনী থেকে বই কিনুন। বাজারে প্রচুর পাইরেটেড বা নিম্নমানের ছাপার বই পাওয়া যায়। তাই বিশ্বস্ত প্রকাশনী থেকে বই কেনা ভালো।

লেখকের জনপ্রিয়তা ও লেখার ধরন বুঝুন
নতুন লেখকদের বই কিনতে চাইলে তাদের লেখা সম্পর্কে রিভিউ বা প্রাথমিক ধারণা নেওয়া উচিত।
বইয়ের কভার ও ব্লার্ব (সংক্ষিপ্ত বিবরণ) পড়ুন। বইয়ের পিছনের অংশে থাকা সারসংক্ষেপ পড়ে বোঝা যায় বইটি কতটা আকর্ষণীয় হতে পারে।

বইয়ের গুণগত মান যাচাই করুন
বই কেনার আগে অবশ্যই বইয়ের মান যাচাই করা দরকার। কিছু বইতে পাতার ছাপ অস্পষ্ট থাকে বা বাঁধাই দুর্বল হয়, যা দীর্ঘদিন টিকতে পারে না। অনেক বইতে বানান বা ব্যাকরণের ভুল থাকতে পারে, তাই বই কেনার আগে একটু পাতা উল্টে দেখে নেওয়া ভালো। যদি কোনো বইয়ের একাধিক সংস্করণ থেকে থাকে, তাহলে সর্বশেষ সংস্করণটি কিনতে হবে, যাতে ভাষাগত বা মুদ্রণগত ভুল সংশোধিত থাকে।

মূল্য ও ছাড় সম্পর্কে জানুন
বইমেলায় অনেক প্রকাশনী বিশেষ ছাড় বা অফার দিয়ে থাকে। অনেক সময় কিছু স্টলে ১০-৩০% ছাড় পাওয়া যায়, যা অনলাইনের চেয়েও সাশ্রয়ী হতে পারে। একই বই ভিন্ন স্টলে ভিন্ন দামে বিক্রি হতে পারে। দাম তুলনা করে কেনা উচিত। কিছু বই অনলাইনে কম মূল্যে পাওয়া যায়, তাই আগে থেকে দাম যাচাই করলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

বইয়ের ধরন নির্ধারণ করুন
বই কেনার আগে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বইয়ের ধরন নির্বাচন করা জরুরি। উপন্যাস, গল্প, কবিতার বই কিনতে চাইলে ব্যক্তিগত রুচি অনুযায়ী নির্বাচন করতে হবে, আর গবেষণামূলক বা তথ্যভিত্তিক বই কিনলে বিষয়বস্তু যাচাই করতে হবে। যদি শিশুদের জন্য বই কেনা হয়, তাহলে ভাষা সহজ ও শিক্ষামূলক কিনা তা খেয়াল রাখতে হবে।

বইয়ের রিভিউ ও সুপারিশ দেখা
ইন্টারনেটে অনেক বুক রিভিউ, ব্লগ ও ইউটিউব চ্যানেল আছে, যেখানে বইয়ের সংক্ষিপ্ত আলোচনা ও মূল্যায়ন পাওয়া যায়। বুক রিভিউ ওয়েবসাইট ও ফেসবুক গ্রুপ থেকে বইয়ের রিভিউ দেখে নিতে পারেন। যারা নিয়মিত বই  কাছ থেকেও ভালো বইয়ের সুপারিশ নেওয়া যেতে পারে।

বইয়ের সংখ্যা নয়, মানের দিকে নজর দিন

বইমেলায় গেলে অনেক সময় বেশি বই কেনার প্রবণতা তৈরি হয়। শুধু ছাড় আছে বলে বা আকর্ষণীয় প্রচ্ছদের কারণে বই কেনা ঠিক নয়। কিছু বই আছে যেগুলো একবার পড়লেই শেষ হয়ে যায়, আবার কিছু বই আছে যেগুলো বারবার পড়া যায়। দীর্ঘমেয়াদে উপকারী এমন বই কেনাই ভালো।

বইমেলার পরিবেশ ও সময় ব্যবস্থাপনা
বইমেলায় গিয়ে সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করতে হবে, যাতে ভিড় এড়িয়ে কেনাকাটা করা যায়। সকাল বা দুপুরের দিকে গেলে ভিড় কম থাকে, সন্ধ্যায় ভিড় বেশি হয়। মেলার মানচিত্র দেখে আগে থেকে পছন্দের স্টল চিহ্নিত করলে সময় বাঁচবে।
বই বহনের জন্য নিজের ব্যাগ সঙ্গে রাখুন।

লেখকদের সঙ্গে সাক্ষাৎ
বইমেলায় অনেক জনপ্রিয় লেখক আসেন, তাই তাদের বই কিনে অটোগ্রাফ নেওয়া একটি স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে। বিভিন্ন প্রকাশনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয় কোন লেখক কবে মেলায় থাকছেন। প্রিয় লেখকের সঙ্গে দেখা হলে নিজের কৌতুহল থেকে তার লেখার বিষয়ে জানতে পারেন।

Link copied!