সব অনুষ্ঠানে তো আর নতুন শাড়ি কেনা যায় না। পুরোনো শাড়ি বের করেই পরতে হয়। কিন্তু ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার প্রভাবে পোশাকও পুনরাবৃত্তি করা প্রায় কমেই গেছে। এক পোশাক একবার পরলে তা আর দ্বিতীয় বা তৃতীয়বার পরা হয় না। এতে পুরোনো পোশাকে আলমারি তো বোঝাই হয়। কিন্তু অনুষ্ঠানের উপযোগী কিছু থাকে না।
অথচ একটু যত্ন করলেই পুরোনো পোশাকও নতুন থাকবে। পুরোনো পোশাক ঘুরিয়ে ঘুরিয়ে নতুনভাবে পরলে তা মোটেও বোঝা যাবে না। তাই বারবার নতুন পোশাক কেনার টাকাও বেঁচে যাবে। তাই যে কোনো উৎসব বা অনুষ্ঠানে নতুন শাড়ি পরার পর সেগুলো ঠিকমতো সংরক্ষণ করুন। শাড়ি বিশেষ উপায়ে যত্ন নিলে বহু বছর পর্যন্ত নতুন থাকবে। এর জন্য় বেশি পরিশ্রমেরও প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটি নিয়ম মানলেই চলবে।
· শাড়ি প্রথমবার পরেই ধোয়ার প্রয়োজন নেই। রোদে কিংবা ফ্যানের বাতালে শুকিয়ে সুন্দর করে ভাজ করে রাখলেই হবে।
· শাড়িতে কোনো দাগ লাগলে শুধু সেই জায়গাটুকু ওয়াশ করে নিন। পুরো শাড়ি ধুতে যাবেন না। কারণ শাড়ি বারবার পানি দিয়ে ধুলে তার ফ্যাব্রিক নষ্ট হয়। সুতার বুনন ঢিলে হয়ে যায়। এতে শাড়ি পুরোনো দেখায়। আবার নষ্টও হয়ে যায়।
· সুতি ও সিল্কের শাড়ি তো ভুলেও বারবার ধোবেন না। এসব শাড়ি হালকা বাতাসে শুকিয়ে আলমারিতে তুলে রাখুন।
· শাড়ি কয়েক ঘণ্টা পর্যন্ত ছায়ায় মেলে রাখুন। শাড়িতে যেন সরাসরি রোদ না লাগে। শাড়িগুলো কয়েক ঘণ্টা মেলে রেখে এরপর যত্ন করে তুলে রাখুন। শাড়ির ভাঁজ বদলেও নিতে পারেন।
· শাড়ি ইস্ত্রি করতে হলে সাবধানে করুন। সিল্কের শাড়ি ইস্ত্রি করতে এর উপরে একটি সুতি কাপড় মেলে নিন। সুতি কাপড়ের উপর ইস্ত্রি করুন। খেয়াল রাখবেন, ইস্ত্রির অতিরিক্ত তাপমাত্রায় শাড়ি নষ্ট হতে পারে।
· শাড়িগুলো ব্যাগেও রাখতে পারেন। এতে শাড়ির ভাজ নষ্ট হবে না। আবার ভাঁজ করা শাড়ি সুতির কাপড়ে মুড়ে রাখলেও তা অনেদিন ভালো থাকবে। সিল্কের শাড়ি কখনো গাদাগাদি করে রাখবেন না। শাড়ির ফ্যাব্রিক নষ্ট হতে পারে। তাছাড়া শাড়ি হ্যাঙারে না ঝুলিয়ে ভাজ করেই রাখুন। এতে শাড়ি নতুনের মতো থাকবে।