• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালিপূজায় বাজি পোড়া ধোঁয়া থেকে শিশুদের নিরাপদে রাখুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৫:০৪ পিএম
কালিপূজায় বাজি পোড়া ধোঁয়া থেকে শিশুদের নিরাপদে রাখুন
ছবি : সংগৃহীত

কালীপূজার সন্ধ্যায় উৎসবের আমেজকে বাড়িয়ে তোলে নানান রকম বাজি। শিশু থেকে যুবক সবারই আগ্রহ থাকে বাজি পোড়াতে। নানান রঙের বাজির রোশনায় উজ্জ্বল হয়ে উঠে আকাশ বাতাশ। তবে উৎসবের আনন্দে কিছু দুর্ঘটনা যে ঘটে না তা কিন্তু না। এসব থেকে চাইলেও শিশুকে দূরে রাখতে পারবেন না। তবে শত আনন্দেও শিশুরা যাতে নিরাপদে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বড়দেরই। এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন-

  • বাজি পোড়ালে ধোঁয়ার সৃষ্টি হয়। আর বাজির ধোঁয়া শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই বাজি পোড়ানোর সময় শিশুকে মাস্ক পরিয়ে দিন।
  • অ্যালার্জি হয়তো সবার হয় না কিন্তু বাজির বারুদ থেকে অনেক সময় কোনও কোনও শিশুর র‍্যাশ বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। তাই বাজি পোড়ানো শেষে শিশুর জামাকাপর খুলে শরীর ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে দিন।
  • শিশু বাজি পোড়াতে যাওয়ার সময় সুতির পোশাক পরিয়ে দিন। তবে খেয়াল রাখবেন অনেক ঢিলেঢালা, ঘেরওয়ালা বা সিন্থেটিক, জর্জেটের পোশাক না পরে। শিশুকে ফুল হাতা জামা পরান।
  • দীর্ঘসময় বাজির ধোঁয়ার মধ্যে থাকলে শিশুর চোখ লাল হয়ে যেতে পারে। অনেক সময় চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শিশুকে অনেক সময় ধরে বাজির ধোঁয়ার মধ্যে না রাখায় ভালো।  
  • শিশুরা যেখানে বাজি পোড়াবে সেখানে পানি এনে রেখে দিন।
Link copied!