ঈদ চলে আসছে। ঈদের কেনাকাটাও প্রায় শেষ। এবার ঘর সাজানোর পালা। ঘরের প্রতিটি কোণকে উৎসবের আমেজ দিতে একটু গুছিয়ে নিন। ঘরকে রাঙিয়ে দিন রঙিন আলোয়। প্রচণ্ড গরমে অনেকেই ঈদের বেশি সময়টা ঘরেই কাটাবেন। তাই ঘরকে সাজানোর কথা ভুলে গেলে চলবে না। অনেকেই তড়িঘড়ি করে সব করতে গিয়ে বুঝে উঠতে পারেন না ঘর কীভাবে সাজাবেন। ঘরকে উৎসবমুখর কীভাবে বানাবেন। তাদের জন্যই কিছু ধারণা রইল এই আয়োজনে।
- ঈদে অনেক কেনাকাটা করতে হয়। এরমধ্যে নতুন আসবাবপত্র কেনা প্রায় অসম্ভব। তাই ঘরের পুরোনো আসবাবপত্রকেই একটু এদিক ওদিক ঘুরিয়ে নিন। ঘরকে নতুন মনে হবে।
- ঈদের আগেই ঘরের পর্দা, বেড কভার, কুশন কভারগুলো পরিষ্কার করে রাখুন। ঈদের আগের রাতে সব লাগিয়ে নিন। ঘরকে প্রাণবন্ত মনে হবে।
- ঘরে ফুলদানি, উইন্ড চাইম ধরনের ছোটখাট কিছু শোপিস রাখতে পারেন। ঘরের দেয়ালের রঙের সঙ্গে মানানসই হবে এমন ফুল কিনুন। ঈদের আগে নতুনত্ব আসবে।
- ঘরের মেঝেতে শতরঞ্জি বা কার্পেটটি ধুয়ে নিতে পারেন। কিংবা পুরোনোটি বদলে নতুন ডিজাইনের একটি কিনে রাখুন।
- কার্পেটের উপরেই বসার ব্যবস্থা করে আরামদায়ক কিছু কুশন ছড়িয়ে দিতে পারেন। বাড়িতে অতিথিরা এলে সেখানে আড্ডা জমিয়ে দেবে। তাদের একঘেঁয়েমিও কেটে যাবে।
- সম্ভব হলে দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে জানালার জন্য নতুন পর্দা কিনুন। পুরোনো পর্দা বদলে নিলেও ঘরের লুক বদলে যাবে।
- বসার ঘরের সোফা রেখেছেন। এর কোণে বড় বা লম্বা ল্যাম্পশেড রেখে দিন। খাওয়ার টেবিলের ঠিক উপরে একটি গোলাকার ল্যাম্পশেড ঝুলিয়ে দিতে পারেন।
- কমবেশি সবাই ঈদ উপলক্ষে নতুন বিছানার চাদর কিনে নেন। একটু ভিন্ন ডিজাইনের চাদর পছন্দ করুন। গরমে যা চোখেরও প্রশান্তি দেবে। নকশিকাঁথার চাদরও বিছিয়ে নিতে পারেন। ক্লাসি লুক দিবে।
- খাবার টেবিল ম্যাটগুলোও পরিবর্তন করে নিন। পর্দা ও দেয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন টেবিলের ম্যাট বিছিয়ে নিন।
- খাবার টেবিলের যাবতীয় সবকিছু গুছিয়ে রাখুন। ঈদে অতিথিরা এলে যেন সহজেই হাতের কাছে সব পেয়ে যান। তাই কাঁটা চামচ, ছুরি, ন্যাপকিন, গ্লাসের ঢাকনি ইত্যাদি টেবিলের একপাশে সাজিয়ে রাখুন। এককোণে বাঁশের সুদৃশ্য ফলের ঝুড়িও রাখতে পারেন। ট্রে, গোল বাটি, কাপ পিরিচ, প্লেট সবকিছুই সেখানে গুছিয়ে রাখুন।
- খাবার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিতে ভিন্ন ডিজাইনের মোমদানিও রাখতে পারেন। এছাড়াও কারুকাজ করা পানদানি ও লবণদানি খাবার ঘরেই রাখুন।
- ঈদে অতিথিকে অভ্যর্থনা জানাতে দরজার সামনে কিছু আয়োজন রাখতে পারেন। বড় মাটির পাত্রে অর্ধেক পানি দিয়ে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে নিন। এতে কয়েকটি ভাসমান মোম দিন।
- ঘরের নির্দিষ্ট কিছু অংশে ফেইরি লাইট বা মরিচ বাতি জ্বালিয়ে নিতে পারেন। সন্ধ্যায় এসব আলো উৎসবের আমেজ দিবে।
- ঘরে ঈদের আগে তাজা ফুল রাখতে ভুলবেন না। তাজা ফুল ছাড়া উৎসবের আয়োজন ম্লান হয়ে যাবে। বসার ঘরের ফুলাদনিতে রঙিন তাজা ফুল রাখুন। অতিথিদের ঈদ উৎসবকে আরও প্রাণবন্ত ও সুরভিত করবে।