বিশ্ব টয়লেট দিবস আজ। প্রতিবছর ১৯ নভেম্বর পালন করা হয় বিশ্ব টয়লেট দিবস। এ দিবসটির জন্য ২০০১ সালে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের (WTO) প্রতিষ্ঠাতা জ্যাক সিম এ উদ্যোগ গ্রহণ করেন। এর পর থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে দিনটি। বিশ্বজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্যানিটেশন ও শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিভিন্ন দেশ দিবসটি পালন করে থাকে।
স্বচ্ছতাই সুন্দরভাবে বাঁচার অন্যতম প্রধান উপায়। সুস্বাস্থ্যের জন্য পরিস্কার টয়লেট জরুরি। কারণ বেশ কিছু রোগের অন্যতম কারণ হল অপরিচ্ছন্ন থাকা। খোলা জায়গায় শৌচ করলে নানাবিধ রোগ ছড়াতে পারে। এছাড়া নারীদের রোগের ঝুঁকি বেশি থাকে।
বিশ্বে এখনো প্রায় ৩৬০ কোটি মানুষ নিরাপদ স্যানিটেশনের সুবিধা থেকে বঞ্চিত। উন্নয়নশীল দেশগুলোতে বিশুদ্ধ পানির অভাব, একই সঙ্গে অপরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থার কারণে দেখা দেয় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। ডায়রিয়া সহ নানা ধরণের রোগের মুখোমুখি হতে হয় এসব দেশের মানুষদের।
২০০১ সালে জ্যাক সিম ১৯ নভেম্বর দিনটিকে ওয়ার্ল্ড টয়লেট ডে হিসেবে পালন করার আর্জি জানান। তখনও দিনটি সব দেশে স্বীকৃত ছিল না। তাই সংগঠনটি তখন থেকেই চেষ্টা শুরু করে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করার। ২০০৭ সালে তাদের সঙ্গে এগিয়ে আসে আরেকটি সংগঠন। সাসটেনেবল স্যানিটেশন অ্যালাউয়েন্স নামের এই সংস্থাটি দিনটিকে সমর্থন জানাতে শুরু করে। অবশেষে তিন বছর পর ২০১০ সালে এই দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। তখন থেকেই উদযাপন করা হচ্ছে বিশ্ব টয়লেট দিবস।