• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যেভাবে রুম হিটার ব্যবহার করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ১০:১২ এএম
যেভাবে রুম হিটার ব্যবহার করবেন

শীতকালে শরীর উষ্ণ রাখার জন্য ভারী পোশাক যেমন ভরসা, তেমনি অনেকে আছেন এ সময় ঘরের তাপমাত্রা বাড়ানোর জন্য রুম হিটার ব্যবহার করেন। যারা প্রথমবার এটি কিনবেন এবং কীভাবে ব্যবহার করতে হয় জানা নেই তাদের জন্য রইলো ব্যবহারের নিয়ম। 

ব্যবহারের নিয়ম

  • রুম হিটার চালু করার পর ঘরের তাপমাত্রা গরম হতে থাকে। ঘর পর্যাপ্ত গরম হলে হিটার বন্ধ করে দিতে হবে।
  • শিশুদের নাগালের বাইরে রাখুন এটি। ঘরের ফাঁকা অংশে হিটার রাখাই ভালো।
  • ঘরের দরজা-জানালায় ফাটল কিংবা ছিদ্র থাকলে তা বন্ধ করে তারপর হিটার চালু করুন।
  • রুম হিটার একটানা ৩-৪ ঘণ্টা চালিয়ে রাখলেই হয়। সব সময় চালিয়ে রাখলে বিদ্যুৎ বিলও বাড়বে আবার শারীরিক বিভিন্ন সমস্যাতেও ভুগবেন।

অতিরিক্ত ব্যবহারের ক্ষতি 

  • যেকোনো ইলেকট্রনিক্স পণ্য অধিক পরিমাণে ব্যবহার করলে কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়। তেমনই অতিরিক্ত রুম হিটার ব্যবহারেও শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন
  • এটি ব্যবহারের কারণে ঘরের আর্দ্রতা কমে যায় ফলে ত্বকের শুষ্কতা বাড়ে
  • যাদের অ্যালার্জি বা সোরিয়াসিসের সমস্যা আছে তাদের শরীর চুলকাতে পারে
  • যাদের অ্যাজমার সমস্যা আছে তারা কখনোই হিটারের পাশে বসবেন না। এত ক্ষতি হতে পারে।

ব্রংকাইটিস ও সাইনাসের রোগীরাও এই যন্ত্রের কারণে সমস্যায় পড়তে পারেন। হিটারের বাতাস এসব রোগীর ফুসফুসে কফ জমাতে শুরু করে।

Link copied!