শীতে যেমন থাকে নানা রকম সবজি তেমনি রয়েছে ফল। এ সময় সবার আকর্ষণ কমলায়। এই ফল খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এর খোসাতেও এমন সব উপাদান আছে যে গুলো নানা উপকারী।
শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক রুক্ষ ও টান টান হয়ে থাকে। তাই এসময় ত্বকের যত্নে কমলার খোসা ব্যবহার করতে পারেন। এটি ত্বককে ভেতর থেকে সুরুক্ষা দেয়। যেভাবে ব্যবহার করবেন-
- সকালে ঘুম থেকে উঠে কমলার খোসা দিয়ে মুখ ধুতে পারেন। এতে ব্রণের সমস্যা দূর হবে। কারণ কমলালেবুর খোসাতে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। এ ক্ষেত্রে একটি কমলার খোসা ১ কাপ জলে সিদ্ধ করে নিয়ে সেই পানি দিয়ে মুখ ধোয়ে নিন। এভাবে প্রতিদিন মুখ ধুলে ব্রণ দূর হয়ে যাবে।
- এক টেবিল চামচ কমলার খোসা তিন টেবিল চামচ আলুর রসে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর পুরো মিশ্রণটিকে পেস্ট করে নিয়ে এতে একটি ডিমের সাদা অংশ নিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটিতে এক চা–চামচ কমলার রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। যাদের ত্বকে মেছতা আছে তারা প্রতিদিন এই প্যাকটি লাগাতে পারেন। এতে মেছতা দূর হয়।
- কমলার খোসা শুকিয়ে মিহি গুঁড়া করে নিন। এই কমলার খোসা গুঁড়ার সঙ্গে মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার আঙ্গুল ভিজিয়ে নিয়ে মিশ্রণটি দিয়ে আলতোভাবে ত্বক মালিশ করুন। আঙ্গুল গোলাকারভাবে আলতো চাপ দিয়ে মুখে মালিশ করুন। এটি মুখ থেকে মৃত ত্বকের কোষগুলো অপসারণ করবে। এতে ত্বক সতেজ হবে। ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
- আধা চা চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন উষ্ণ পানি দিয়ে। সপ্তাহে একবার ব্যবহারেই উপকার পাবেন।