বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও চালু হচ্ছে মেট্রোরেল। যোগাযোগব্যবস্থায় হতে যাচ্ছে আমূল পরিবর্তন। গন্তব্যে দ্রুত পৌছাতে আধুনিক এই যানবাহনটির তুলনা নেই। কাজের গতিশীলতায় সঙ্গে সমানতালে চলতে মেট্রোরেল সবচেয়ে উপযোগী গণপরিবহণ।
চলতি মাসেই রাজধানীতে চালু হচ্ছে মেট্রোরেল। দেশবাসীর জন্য এটি নতুন অভিজ্ঞতা। যাত্রীদের সুবিধার্থ এমআরটি-৬ এর উত্তরা ডিপো এলাকায় মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার (এমইআইসি) নির্মাণ করেছে। যেখানে সম্পূর্ণ বিনা মূল্যে এমইআইসি পরির্দশন করা যাবে এবং দেখা যাবে কীভাবে প্ল্যাটফর্মে ওঠা যায়, টিকিট সংগ্রহ করা যাবে এবং যাতায়াতকে সহজ করা যাবে। বলা যায়, মেট্রোরেলের চলাচল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন যাত্রীরা। কারণ সেখানে থাকছে স্বয়ংক্রিয়ভাবে চলাচলে সক্ষম ২ সেট মিনি মেট্রোরেল, স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট সংগ্রহ, স্মার্ট কার্ড বেজড প্রবেশ এবং বর্হিগমন গেট।
মেট্রোরেলের ভেতরে এবং স্টেশনে যাত্রীরা কী করবে আর কী করা যাবে না তা নিয়েই সুস্পষ্ট ধারণা পাবে। ভিডিও, অ্যানিমেটেড কার্টুন এবং টিকিট সংগ্রহের পদ্ধতি প্রদর্শন করা হবে সেখানে।
আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধাসহ মেট্রোরেলের টিকেট কীভাবে কাটবেন চলুন জেনে নেই।
- মেট্রোরেলের এমআরটি ৬ লাইনে দুই ধরনের টিকিট থাকবে। একটি সিঙ্গেল জার্নির জন্য এবং অন্যটি এমআরটি পাস অর্থাৎ পারমানেন্ট জার্নির জন্য।
- সিঙ্গেল জার্নির জন্য যাত্রীকে প্রতিবার যাত্রার আগে টিকিট কাটতে হবে। যাত্রা শেষ করে টিকিট স্টেশনের স্বয়ংক্রিয় দরজায় জমা দিয়ে আসতে হবে। টিকিট জমা না দিলে দরজা খুলবে না। যাত্রী স্টেশন থেকে বের হতে পারবে না।
- এমআরটি পাসের (পারমানেন্ট জার্নি) জন্য যাত্রীকে একবার টিকিট কিনলেই হবে। টাকা শেষ হলে তা রিচার্জ করতে হবে। এই টিকিট যাত্রীকে স্টেশনে জমা দিতে হবে না। যাত্রীর কাছেই থাকবে। যা পরে যাতায়াতের সময় ব্যবহার করা যাবে।
- মেট্রোরেলের প্রতিটা স্টেশনে এই দুই ধরনের টিকিট কাটার ব্যবস্থা থাকবে। স্টেশনে থাকা টিকিট কাউন্টারের কর্মীদের কাছ থেকে এবং টিকিট বিক্রয় মেশিনের মাধ্যমে টিকিট কাটা যাবে।
- মেশিনের মাধ্যমে টিকিট কাটতে হলে যাত্রীকে প্রথমে মনিটরে বাংলা অথবা ইংরেজি অপশন নির্বাচন করতে হবে। সিঙ্গেল ও পারমানেন্ট জার্নির জন্য টিকিট নির্বাচন করতে হবে। গন্তব্যের তালিকা থাকবে। কত ভাড়া সেই তালিকাও দেওয়া থাকবে। কয়টি টিকিট কাটবেন তারও আপশন থাকবে। নিয়ম অনুযায়ী ধাপে ধাপে সব পূরণ করে টিকিট কাটতে হবে।
- সিঙ্গেল জার্নির জন্য একজন যাত্রী একবার যাত্রায় পাঁচটির বেশি টিকিট কাটতে পারবে না।
- মেশিনে ওকে বাটনে চাপ দিলেই টাকা চাইবে। টাকা দিলেই টিকিট বেরিয়ে আসবে। মেশিনে সর্বনিম্ন ২০ টাকা আর সর্বোচ্চ ১ হাজার টাকা প্রবেশ করানো যাবে।
- মেট্রোরেলের ভাড়া হবে প্রতি কিলোমিটারে ৫ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা আর উত্তরা স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।