• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নখের যত্ন নেবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৬:৫২ পিএম
নখের যত্ন নেবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বর্ষায় ত্বক ও চুলের যত্নের পাশাপাশি পা ও পায়ের নখের যত্ন নেওয়া উচিত। বৃষ্টির দিনে প্রায়ই পায়ে নোংরা কাদা-পানি লাগে। এছাড়া নখের নিজস্ব কিছু রোগ আছে। সেগুলি বর্ষাকালে বেড়ে যায়।  এ কারণে এই সময় নখ বেশি ভাঙে। নখে কোনো সমস্যা হলে পুরো হাতের সৌন্দর্যটাই চলে যায়। তাই এ ব্যাপারে তাদের বাড়তি সতর্ক থাকতে হবে। চলুন বর্ষায় নখের যত্ন নেবে যেভাবে-

  • সপ্তাহে দুদিন গোসলের সময় কুসুম গরম পানিতে নিমপাতা ও লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন। এতে নখের ইনফেকশন হওয়ার প্রবণতা কমে যায়।
  • নখ ভালো রাখতে বর্ষাকালে রোজ দু’বার নখে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ম্যাসাজ করুন। এতে নখে ইনফেকশন হবে না।
  • সপ্তাহে অন্তত একদিন মেনিকিউর-পেডিকিউর করতে হবে।
  • কাজকর্ম সেরে হাতে লেবুর রস, চিনি ও মধু মিশিয়ে ম্যাসাজ করে নিন। এতে ভালো স্ক্রাবিং হবে ও কালো দাগ উঠে যাবে। নখটাকে ভালো করে বাইরে এবং ভেতর থেকে ব্রাশ করতে হবে।
  • ডিম ও দুধে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন আর ক্যালসিয়াম। ডিমের কুসুমের সঙ্গে দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন এবার তা হাত ও পায়ের নখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানিতে নখ পরিষ্কার করুন।
  • প্রতিদিন ফুট ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে হাত ও পায়ের ত্বক সুস্থ থাকবে, নখও ভালো থাকবে।
  • বর্ষাকালে হাত ও পায়ের নখ ছোট রাখাই ভালো। এতে নখের কোণে ময়লা জমার সুযোগ থাকে না।
Link copied!