• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শখের সোনার গয়নার যত্ন নেবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০২:৪৫ পিএম
শখের সোনার গয়নার যত্ন নেবেন যেভাবে
ছবি : সংগৃহীত

সোনার দাম দিন দিন বেড়েই চলেছে। কিন্তু নানান উৎসব অনুষ্ঠানে সোনার গয়না পরার চল বহু পুরোনো। আর তাই তো দাম বাড়লেও টুকটাক সোনার গয়না কিনছেন অনেকে। আবার অনেকেরই পুরোনো গয়নাটাই পরছেন। তবে নতুন হোক বা পুরোনো সোনার চায় যত্ন। ঠিকঠাক যত্ন নিলে বহু বছর পরেও সোনার জিনিসের মান ভালো থাকবে। তাহলে চলুন দেখে নেই সোনার জিনিসের যত্ন নেবেন যেভাবে-

  • সোনার গয়না আলাদা আলাদা করে রাখুন। কারণ সোনা খুব নরম ধাতু, তাই একটির সঙ্গে আরেকটি গয়না মিলিয়ে রাখলে সোনা গয়নায় ঘষা লেগে যেতে পারে। তা থেকে সোনা ক্ষয়ও হতে পারে। তাই প্রতিটি গয়নার জন্য আলাদা ছোট ব্যাগ বা বাক্স ব্যবহার করুন।
  • বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে পারফিউম শরীরে দেয় না এমন মানুষ কমই আছে। তবে গয়নার ওপরে সরাসরি পারফিউম স্প্রে করবেন না।
  • সোনার গয়না অনেক দিনের পুরোনো হয়ে গেলে এর উজ্জ্বলতা কমে যায়। এসব গয়নার উজ্জ্বলতা বাড়াতে একটি পাত্রে পানির মধ্যে একটু গুঁড়া সাবান বা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিন। এবার সোনার গয়নায় একটু টুথপেস্ট লাগিয়ে মিশ্রণটির মধ্যে কিছুক্ষণ রেখে দিন। তারপর সেখান থেকে তুলে টুথব্রাশ দিয়ে সাবধানে হালকাভাবে ঘষে নিন। এতে গয়নার উজ্জ্বলতা বাড়বে।
  • স্যাঁতসেঁতে বা আদ্র জায়গায় সোনার গয়না রাখলে তার ক্ষয় হতে পারে। আবার এর উজ্জ্বলতাও কমে যেতে পারে। তাই সোনার গয়না সবসময় শুষ্ক জায়গায় কাপড় বা ভেলভেটের ব্যাগে করে রাখবেন।
  • এর পরও সোনার গয়না অনুজ্জ্বল হলে দোকানে নিয়ে গিয়ে পলিশ করাতে পারেন।
Link copied!