ঈদের কয়েকদিন হইহুল্লোর করে কাটিয়ে দেয়াই হলো মজার বিষয়। আর এসব সুন্দর ও আনন্দের স্মৃতি ধরে রাখতে হলে ছবি তোলার তো কোন বিকল্পই নেই। আজকাল ছবি তোলাও একটা জীবনের অংশ হয়ে গেছে আমাদের। এ ক্ষেত্রে কিছু টিপস জানা থাকলে আপনি সহজেই পেতে পারেন আকর্ষণীয় সুন্দর ছবি। চলুন তবে জেনে নিই—
- ডাবল চিন বা গলার ভাঁজ এড়াতে মাথা সামান্য কাত করুন। এতে ডাবল চিন দেখাবে না ছবিতে।
- সবসময় সোজা ভঙ্গিতে ছবি তুলুন। এতে আপনাকে আরও আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী দেখাবে। পিঠ সোজা রাখুন। নারীরা হিল পরে ছবি তুলুন। এতে শরীর এমনিতেই সোজা থাকে।
- ছবি তোলার সময় কখনো সরাসরি ক্যামেরার দিকে তাকাবেন না। লেন্সের ঠিক ওপরে তাকান।
- ছবি তোলার সময় আলোর কাছাকাছি থাকুন। আলো থেকে দূরে মুখ করা থাকলে মুখে ছায়া তৈরি করতে পারে। এতে ছবি ভালো আসবে না।
- ক্যামেরার সামনে সোজা হয়ে দাঁড়াবেন না। মডেল পোজে দাঁড়ানোর চেষ্টা করুন।
- নারীদের ক্ষেত্রে ফাউন্ডেশন, বিবি ক্রিম, কমলা রঙের লিপস্টিক এড়িয়ে চলা ভালো। এর ফলে ছবিতে আপনাকে সাদাটে ও হলদে ভাব এনে দেয়। তাতে ভালো দেখায় না।
- ঠোঁট বন্ধ রেখে মুচকি হাসুন।
- ছবি তোলার ক্ষেত্রে ঝুঁকে না বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। যেন দেখে মনে হয় আপনি আরামে বসে আছেন।
- ক্যামেরা একটু নিচ থেকে ধরা হলে আপনাকে কেবল লম্বা দেখাবে না বরং আরও পাতলা দেখাবে। সব সময় ফটোগ্রাফারকে বলবেন তিনি যেন পেট বরাবর ধরে ছবি তোলেন।
- বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে ভালো ছবি পেতে মানানসই রং ও পোশাক বেছে নিন। কোন রং বা প্রিন্ট পরবেন তা বেছে নেওয়ার সময় আপনার চুলের রং বিবেচনা করুন। কারণ পোশাকের সঙ্গে চুলের রং ঠিক না হলে ছবিও ভালো আসবে না।
- ছবিতে কখনো মুখ বেশি বড় করে বা খোলা রেখে হাসবেন না। কীভাবে হাসলে আপনার ছবি সুন্দর আসবে তা পরীক্ষা করতে আয়নার সামনে পোজ দিয়ে দেখুন।
- মুখে ভারি মেকআপ করলে ঘাড়েও করুন। না হলে মুখের সঙ্গে ঘাড়ের রং মিলবে না ছবিতে।
- ভালো ছবি পেতে অবশ্যই চোখের মেকআপ করুন। একেবারেই চোখ না সাজালেও কাজল কিংবা মাশকারা ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার চোখ আরও বড় ও আকর্ষণীয় দেখাবে।
- আপনি আত্মবিশ্বাসী কি না তা কিন্তু ছবি দেখে খুব সহজেই টের পাওয়া যায়। তাই ছবি তোলার সময় কনফিডেন্ট থাকুন।
- ছবি তোলার সময় মন ভালো রাখুন। ছবি এমনিতেই সুন্দর আসবে।